ত পোস্টে আমরা কিভাবে Mediatek ডিভাইসের Philz Recovery অটো পোর্ট করতে হয় সেইটা দেখেছি এবং পোর্টও অনেক সহজ ছিল। আর আজ খুব সহজেই যেকোনো মিডিয়াটেক ডিভাইসের (Mediatek MTK) জন্য অটোমেটিক TWRP Recovery Porter দিয়ে বানিয়ে নিতে পারবেন।

## আজকের কাজটি খুব ইজি এবং সফল হওয়ার সম্ভাবনা ১০০%

## যারা নেটে কাস্টম রিকভারি, CWM, Twrp খুঁজে খুঁজে হয়রান তারা আজ TWRP Recovery আপাতত বানিয়ে নিন।

## নিচে কিভাবে বানাতে হয় তা উল্লেখ করা হলো।

সবার আগে,

আপনার ফোন Mediatek MTK কিনা কিভাবে বুঝবেন?

## প্রথমে CPUZ এপটি ইনস্টল করে ওপেন করেন। প্রথমেই উপরে Mediatek লেখা পাইলে বুঝবেন আপনার ফোন মিডিয়াটেক।

Arm Cortex, Spreadtrum, Snapdragon লেখা থাকলে, দুঃখিত! এই পোস্টটি আপনার জন্য নয়। ?

Spreadtrum ফোনওয়ালারা এটা দেখুন। – [Tutorial] যেকোনো Spreadtrum ফোনের জন্য TWRP রিকভারি বানিয়ে নিন খুব সহজে।

যা যা লাগবেঃ

## আপনার ফোনের স্টক রিকভারি। (Stock Recovery)

✋ কিভাবে পাবেন? — স্টক রমে। Google এ আপনার ফোন এর মডেল + Stock Firmware লিখে সার্চ দেন পেয়ে যাবেন। সেই ফাইল এক্সট্রাক্ট করলে ভিতরে recovery.img নামক ফাইল পাবেন, এটা স্টক রিকভারি।

## পিসি/কম্পিউটার

## TWRP Recovery Port Tool ?

যা যা করতে হবেঃ

## TWRP Recovery Port Tool ফাইলটা ডাউনলোড করে Winrar দিয়ে এক্সট্রাক্ট করেন।

## এক্সট্রাক্ট করার পর ভিতরে “Stock” নামক ফোল্ডার পাবেন।

## ঐ ফোল্ডারের ভিতর আপনার ফোনের স্টক রিকভারি টা রাখবেন। (recovery.img)

## এবার Auto TWRP Recovery Porter.exe তে ডাবল ক্লিক করে ওপেন করেন।

## কিবোর্ড থেকে ইন্টার চাপেন।

## আপনার ফোনের ভার্সন অনুয়ায়ী নম্বর লিখে ইন্টার চাপেন। ( যেমনঃ ললিপপ হলে ৫, মার্শম্যলো ৬, সব স্ক্রিন এই দেওয়া আছে কোনটা কত নম্বর)

## আপনার ফোনে এসডি কার্ড সাপোর্ট করে? করলে Y চাপুন! সাপোর্ট না করলে N চাপুন! আপনি কনফিউজড হলে Y চাপুন এবং ইন্টার চাপুন।

## দাঁড়িয়ে থাকুন ? ,এখন অটো পোর্ট শুরু হবে।

## শেষ হলে Output ফোল্ডারে রিকভারি পেয়ে যাবেন।

## এটা ফ্লাশ করুন। ফোনে রুট না থাকলে SpFlashTool দিয়ে TWRP Recovery টা ফ্লাশ করুন।

## ধন্যবাদ।

বোঝার সুবিধার্থে নিচের ভিডিওঃ


?????????????????????????????????????☔

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox

“Let us sacrifice our today so that our children can have a better tomorrow!”
-A.P.J Abdul Kalam!

28 thoughts on "[Tutorial][PC] যেকোনো মিডিয়াটেক (MTK) ডিভাইসের জন্য Auto TWRP Recovery বানিয়ে নিন খুব সহজে।"

  1. Avatar photo MD:Samiul Contributor says:
    nice post bro……
  2. Avatar photo mohammad parvez Author says:
    it’s a super duper post bro
  3. Avatar photo ইমরুজ Legend Author says:
    ভালো পোষ্ট ভাইয়া।
  4. Avatar photo mdzuiel79 Contributor says:
    amr to PC nai vai android phone acce otar pot den
  5. Razibul Hasan Badhon?? Author says:
    arm cortex এবং snapdragon এর ফোন কিভাবে adb unlock করবো তা নিয়ে একটি পোষ্ট দিবেন। ধন্যবাদ।
  6. Avatar photo Hafiz Anwar Contributor says:
    গুড জব।
  7. Khairul Islam✅ Author says:
    Always good post…
  8. Avatar photo Peter_Perker Contributor says:
    Riadrox bro sc7715 er jonno ekta twrp port Kore share korun plz
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Sob jodi ami kore dei tahole ato kosto kore post kore luv ki.?? make yourself – https://trickbd.com/android-root/446218
  9. Avatar photo MD Robin Contributor says:
    Nice post bro
  10. Avatar photo MD Robin Contributor says:
    Nice post…
  11. SH@HRI@R Contributor says:
    রিয়াদ ভাই Symphony r30 এর রূট মেথড শেয়ার করবেন প্লিজ?
  12. opu sd Contributor says:
    Amar PC nai bro…walton G8 er jonno twrp chai..✌✌
  13. Avatar photo Cyber Prince Author says:
    Nice @ Riadrox Bro
  14. BB1 Contributor says:
    আগামী কাল চেষ্টা করবো। সমস্যা হলে জানাবো। আশা করি কমেন্টের উত্তর দিবেন। ধন্যবাদ।
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      আমিও তো এটাই চাই।
  15. Avatar photo sabbir Author says:
    ভাই কিটকেট মুবাইলে হবে????
    1. Avatar photo sabbir Author says:
      Thanks bro……….✌✌✌
  16. Avatar photo Junaid Author says:
    “Riadrox” ভাই.. মুবাইলে কাস্টম রিকভারি ইনস্টল দিতে গিয়ে ব্রিক হয়ে গেলো।এখন স্টক রম থেকে শুধু রিকভারি ইমেজ ফ্লাশ দিলে কি মুবাইল ওপেন হবে???
  17. Avatar photo Junaid Author says:
    যদি বলেন তাহলে খুব খুশি হব।
  18. Avatar photo Jewel Shikder Jony✅ Author says:
    আমার Walton Primo X4 Pro এর জন্য TWRP দরকার, Google এ অনেক খুঁজেছি নেই, একটা পেয়েছিলাম তাও ঐটা Fake,, কাজ করে না। তাই প্লিজ কেউ আমার ফোনের জন্য Port করে দিন?
    ☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
    যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো। (কেউ বানিয়ে দিলে খুব কৃতজ্ঞ থাকবো)

Leave a Reply