আসসালামু আলাইকুম।
আশা করি সকলে ভাল আছেন।আজকে আপনাদের জন্য Symphony V46 এর কাস্টম রিকভারি ও রুট করার পদ্ধতি নিয়ে এলাম।সুতরাং কথা না বাড়িয়ে মূল পোস্টে যাই।
রিকভারি:
- TWRP Recovery
- Version-3.0.2-0
- Chipset-Spreadtrum – SC7731
- Based Version-Android lolipop v5.0.x
- Kernel-linux v3.10.65+
- Powerd by-Rom Claims
- Posted by-S M Nahid Emon
- Ported for-Symphony V46(SPD)
- Supported Language-Multi langauge Supported
রিকভারি বাগ:
কোনো বাগ নেই।
রিকভারি ডাউনলোড লিংক:
Symphony V46 রুট করার পদ্ধতি:
- প্রথমে kingroot ইনস্টল করুন।
- এরপর এপসটি রান করান এবং রুট বাটনে ক্লিক করুন।
- কিছুসময় পর আপনার ডিভাইসটি রুট হয়ে যাবে।
রিকভারি ইনস্টল:
-
- ডাউনলোডকৃত ফাইলটি Phone Storage এ রাখুন।[ without any folder]
- এরপর Play store থেকে Flashify এপসটি ডাউনলোড করুন।ওপেন করলে নিচের মতো আসবে এবং রিকভারি ইমেজ এ ক্লিক করুন।
-
- রিকভারি ইমেজ ফাইলটি সিলেক্ট করে ok দিন।
- কিছু সময় পর ফোনটি রিকভারি মেনুতে প্রবেশ করবে।
Credits :
– Rom Claims™
– S M Nahid Emon
– Team Win Recovery Project
– XDA-Developers
– Github
– Google
– And many more.
Kingroot,Kingoroot,Irot,Pc ইত্যাদি দিয়ে চেষ্টা করছি
হয় নাই
এখন কি করতে পারি???
PC diye hobe toh???
☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো। (কেউ বানিয়ে দিলে খুব কৃতজ্ঞ থাকবো)