আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আজ অনেকদিন পর পোস্ট করতে বসলাম ট্রিকবিডিতে। ব্যক্তিগত জীবনের চাপে ট্রিকবিডিতে পোস্ট করার সময় হয়না। তবে যতটুকু পারি চেষ্টা করব এখন থেকে।
যাই হোক,, মূল কথায় আসা যাক।

আজকে আমি Symphony H300 ইউজারদের জন্য লেটেস্ট 3.2.1-0 ভার্শনের TWRP Recovery নিয়ে এসেছি।

অামার মত অনেক H300 ইউজাররা এতদিন লেটেস্ট TWRP না থাকার কারণে অনেক কাস্টম রম, জিপ ইত্যাদি ব্যবহার করতে পারিনি। কারণ ওল্ড ভার্শনের রিকোভারিতে অনেক লেটেস্ট রম ফ্লাশ হয়না।
তো আজকে থেকে আশা করছি এই প্রবলেম সলভ্ড হয়ে যাবে সবার। আর হ্যা শুধু Symphony H300 ই নয়। সকল mt6592 3.10.72 kernel ইউজাররা এটা ব্যবহার করতে পারেন তবে পোর্ট করে নিতে হবে।

Symphony H300 মূলত mt6592 Chipset আর 3.10.72 Lollipop Kernel এর ফোন।
সুতরাং সকল mt6592 3.10.72 kernel ইউজাররা এটা পোর্ট করে চালাতে পারবেন আপনাদের ফোনে। কিভাবে পোর্ট করবেন সেটা জানতে হলে পুরো পোস্টটি পড়তে হবে।

ডাউনলোড লিংকঃ

TWRP 3.2.1-0 For Symphony H300 By OR Miraz

কিছু স্ক্রিনশটঃ

 

Symphony H300 ইউজাররা যেভাবে এই রিকোভারি ইন্সটল করবেনঃ

Method-1 (Easy Method) (Rooted ফোনের জন্য)

1. Play Store থেকে Rashr App ডাউনলোড করে নিন।

2. Recovery From Storage অপশনে গিয়ে উপর থেকে ডাউনলোড করা Recovery img টা সিলেক্ট করুন।

3. ফ্ল্যাশ করুন। এবার রিকোভারিতে গিয়ে দেখুন কাজ হয়ে গেছে।

বুঝতে না পারলে নিচের ভিডিওটি দেখুনঃ

 

Method-2 (যদি আপনার ফোনে পুরাতন যেকোন ভার্শনের TWRP থাকে)

1. ফোন অফ করুন। Volume Up+ Power Button একসাথে চেপে ধরে আপনার ফোনের TWRP রিকোভারিতে যান।

2.  Install এ ক্লিক করুন। এবার আপনি উপরের লিংক থেকে ডাউনলোড করা TWRP রিকোভারিটা যেখানে রেখেছেন সেইখানে যান। Install Image বাটনে ক্লিক করুন ।

3. দেখুন TWRP ইমেজটা শো করেছে। এবার TWRP ইমেজটার উপর ক্লিক করুন।

4. ৩ টা অপশন আসবে। ওখান থেকে Recovery সিলেক্ট করে Swipe To Confirm Flash টুগল টা সোয়ইপ করুন।

ব্যাস হয়ে গেল ইন্সটল। এবার রিকোভারি রিবুট দিয়ে দেখুন মজা।

 

 

ননরুট ইউজারদের জন্যও উপায় আছে। পিসি দিয়ে ইনস্টল করতে হবে। সেটা নিয়ে আরেকদিন পোস্ট করবো।

 

অন্যান্য Mt6592 & 3.10.72 Lollipop Kernel ইউজাররা যেভাবে এটি পোর্ট করবেনঃ

## রিকোভারি পোর্ট করতে Riadrox ভাইয়ের এই পোস্ট দেখুন। (শুধু Split_img অর্থাৎ কার্নেল পোর্ট করতে হবে।)

 

Credits:-

1. Oliur Rahman Miraz AKA OR Miraz. (TWRP Porter + Bug Fixer)

2. Riadrox. (Source Credit + Idea Credit) 

 

Special Thanks To:-

1. Riadrox

2. Team Win Recovery Project Team

3. Google

4. Trckbd

5. My Phone 

6. My PC

& Also me.. 

এই রিকোভারি সম্পূর্ণ আমার নিজের পোর্ট করা এবং টেস্ট করা। তাই কেউ নট ওয়ার্কিং বলে লজ্জা দিবেননা।

আর পোস্টটি কেউ কপি করবেননা। কপি করলে ক্রেডিট দিবেন।

পোস্টটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি।

My Youtube Channel Link- Hello Tuber Miraz

সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

###############################

Contact Me on Facebook – Paid Facebook Link | Free Facebook Link

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

9 thoughts on "[TWRP][3.2.1-0] Symphony H300 এর জন্য নিয়ে নিন Latest TWRP(Version 3.2.1-0) ported by Me | সেই সাথে সকল mt6592 3.10.72 kernel এর জন্য পোর্ট করার উপায়।"

  1. Zahed Contributor says:
    good post
    1. Oliur Rahman Miraz Author Post Creator says:
      Thanks!!
  2. Rj Mix Rony Contributor says:
    Symphony H300 phone ar backup rom karo kache thakle den…pls…urgent lagbe
    1. Oliur Rahman Miraz Author Post Creator says:
      Upload kora possible na bro.. possible hole ditam.
  3. Saiful Contributor says:
    symphony V60 টা দিবেন একটু কষ্ট করে
    1. Oliur Rahman Miraz Author Post Creator says:
      chipset r kernel ki?
  4. fox20 Contributor says:
    symphony h400 twrp recovery ফ্ল্যাশ করব কিভাবে
  5. Jahid hasan rana Contributor says:
    Vai..Walton primo em phone Ar twrp ta pacci na….aktu kosto Kore jodi twrp bania ditan…..
  6. Jewel Shikder Jony✅ Author says:
    আমার Walton Primo X4 Pro এর জন্য TWRP দরকার, Google এ অনেক খুঁজেছি নেই, একটা পেয়েছিলাম তাও ঐটা Fake,, কাজ করে না। তাই প্লিজ কেউ আমার ফোনের জন্য Port করে দিন?
    ☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
    যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো।

Leave a Reply