মোবাইল দিয়ে বুট কিংবা রিকভারি ইমেজ পোর্ট করা খুবই ঝামেলার এবং অনেক ধরনের ইরর বা সমস্যার দেখা দিবেই।
সবচেয়ে কমন যে প্রবলেম তা হলো পোর্ট করার পর ফোন বুট না হওয়া কিংবা রিকভারি মোডে না যাওয়া।
## কিন্তু, একই নিয়মে পিসি দিয়ে পোর্ট করলে ঠিকই ফোন বুট হয় বা সফলভাবে পোর্ট সম্পন্ন হয়। কোনো ইরর দেখায় না।
## মোবাইল দিয়ে Boot ও Recovery ইমেজ পোর্ট করার অনেক টুলস আছে। কিন্তু একটিও সফলভাবে পোর্ট করায় কাজে লাগে না।
## উদাহরণ সরুপঃ Android Image Kitchen দিয়ে Aosp Img গুলো Unpack করতে গিয়ে ইরর দেখায়। কোনো ফোনে 64Bit ইমেজ Unpack ই হয় না।
## আজ যে পোর্টিং এর নিয়ম দেখাব এর জন্য TWRP আবশ্যক। এটি দিয়ে ১০০% সফল ভাবে যেকোনো বুট ও রিকভারি ইমেজ পোর্ট করতে পারবেন। এমনকি অন্য সব ফোনেরগুলোও আপনার ফোনে পোর্ট করতে পারবেন। একদম পিসির বিকল্প।
যেভাবে Setup করবেনঃ
## প্রথমে এই Stock & Port Img Porting Tool zip টি ডাউনলোড করুন।
## এবার Twrp দিয়ে ডাউনলোডকৃত Zip টি ফ্লাশ করুন।
## এরপর TWRP এর Mount অপশন এ গিয়ে System আর data মাউন্ট করে নিন।
## এর পর Advanced এ গিয়ে Terminal এ ঢুকুন এবং riadrox লিখে Enter চাপুন।
Boot.img অটো পোর্ট যেভাবে করবেনঃ
## A লিখে Enter দিন। Auto Port মেনু ওপেন হবে।
## পুনরায় A লিখে Enter দিন।
## নিচের মত আসলে Back এ যান।
## File Manager এ ঢুকুন।
## Sdcard থেকে Stock বুট ইমেজ ও Port বুট ইমেজ দুটি পরপর কপি করে
Root/data/local/Riadrox/ এর Port ও Stock ফোল্ডারে রাখুন।
## আবার back এ এসে Terminal এ ঢুকুন।
## দুইবার Enter দিন। অটো পোর্ট শুরু হবে।
## শেষ হলে data/local/Riadrox এ গিয়ে দেখুন boot-new.img নামে একটা ইমেজ তৈরি হয়েছে।
## এটাই পোর্টেড Boot img.. এটা রিনেম করে Custom রমে ইউস করুন।
Boot ও Recovery ইমেজ Manually পোর্টিংঃ
## মেনুতে গিয়ে B লিখে ইন্টার দিন।
## Boot অথবা Recovery কোনটা Unpack করবেন অপশন নম্বর লিখে ইন্টার দিন।
## নিচের মত আসলে Back এ যান।
## File Manager এ ঢুকুন।
## Sdcard থেকে Stock বুট ইমেজ ও Port বুট অথবা রিকভারি ইমেজ দুটি পরপর কপি করে
Root/data/local/Riadrox/ এর Port ও Stock ফোল্ডারে রাখুন।
## আবার back এ এসে Terminal এ ঢুকুন।
## দুইবার Enter দিন। Unpack হবে।
## এবার ফাইল মেনেজার দিয়ে Root/data/local/Riadrox/port এর split_img ফোল্ডার ডিলিট দিয়ে Root/data/local/Riadrox/Stock এর split_img ফোল্ডারটি port ফোল্ডারে কপি করুন।
## যদি Ramdisk এর ভেতরকার কিছু ইডিট করতে চান তবে ফোন অন করে করবেন। তারপর আবার রিকভারিতে গিয়ে Terminal এ ঢুকবেন।
## এবং Repack Img দিবেন।। তাহলে
Root/data/local/Riadrox ফোল্ডারে boot-new.img অথবা recovery-new.img তৈরি হবে।
## এটাই পোর্টেড বুট অথবা রিকভারি Img।
বিঃদ্রঃ এটার আসল নিয়ম ফোনের Terminal Emulator এপ দিয়ে করার। কিন্তু অনেক Mtk রমে Mtk Header উপস্থিত থাকায় তা কাজ করেনা। তাই চালাকি করে রিকভারি মোডে পোর্টের করলে কোনো ইরর দেখানোর চান্স নেই।
*** অন্য ফোনের রিকভারি 6-20mb পার্টিশনের গুলোও পোর্ট করতে পারবেন। সো যারা Twrp বা Cwm খুজে পাচ্ছেন না এবং হাতের কাছে পিসি নেই তারা বন্ধুর ফোনের Twrp দিয়ে আপনার ফোনের জন্য একটা Twrp পোর্ট করে নিন। দয়া করে আমাকে বলবেন না। গুগলকে জিজ্ঞাস করুন কেমতে কি!!
## ক্রেডিটঃ
Script – ইনস্টলের সময় নাম দেখতে পাবেন।
Script Bug Fix & Auto Port ট্রিক – Riadrox
রিকভারি দিয়ে করার আইডিয়া + স্ক্রিনশট – Riadrox
############################################
ধন্যবাদ।
??❤????⏰???⚽?⚾????✈??????????????????
## by Riadrox
যোগাযোগঃ
ই-মেইলঃ [email protected]
Facebook:Riadrox
flashify ba twrp dia backup korle onno format a save hoi.
please help..
jemon recovery.emmc.win » recovery.img
4.2.2 kernel 3.4.5 er akta 3.0.2 Twrp link den plz..Ami rebuild kore nete parbo
su likhe enter diben.. then riadrox likhe enter
poreo mobile open hocce na.ekhon
ki kora jai??
☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো।