প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন,আপনাদের দোয়াই আমিও ভালো আছি।
আজকে আপনাদের কে দেখাবো কিভাবে Sony Xperiar Stock এপস গুলো গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করবেন।আমি এর আগেও Sony Xperiar Ported কিছু এপ শেয়ার করেছিলাম,যা কিনা অনেকেই ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন।
আজকের টপিক টা হলো গুগল প্লে স্টোর থেকে কিভাবে ইন্সটল করবেন সরাসরি যে কোন সনি এপ।
প্রথমত আপনার মোবাইল রুটেড থাকা লাগবে।আর যাদের মোবাইল রুট করা নাই তারা কমেন্ট বক্স এ বলবেন আপনাদের জন্য ও আমি সব গুলো স্টক এপ পোর্ট করা শেয়ার করব।
এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে,আমি কি লাটেস্ট ভার্সন এর সনি এপ গুলো পাবো?
এখন আমার উত্তর হচ্ছে,ধরুন আপনার মোবাইল এর ভার্সন ললিপপ,এখন সনি ফ্যার্মওয়ার ডেভেলপার রা সনি স্টক এপ গুলো কে ললিপপ এর জন্য যত টুকু আপগ্রেড করেছেন,আপনি ঠিক ততটুকু ই পাবেন।আপনি Android Oreo এর স্টক এপ আপনার ললিপপ এ ইন্সটল করতে পারবেন না।
আমি যে টপিক টা লিখব সেটা রুট+কাস্টম রিকবেরি লাগবে।যদি কাস্টম রিকবেরি না থাকে শুধ রুট করা মোবাইল থাকে। তারা জিপ ফাইল থেকে সিস্টেম এর যতগুলো ফাইল আছে সব গুলো আপনার সিস্টেম এ রেখে পারমিশন ঠিক রাখবেন।
অবাক করা বিষয় হলো!আপনি অন্য ডিবাইস এর স্টক এপ গুলো প্লে স্টোর থেকে ইন্সটল/আপগ্রেড করতে পারছেন।
শরু করা যাক!
নিচ থেকে জিপ ফাইল টা ডাউনলোড করুন।
1:Sony Apps Enabler 3.0.1.Zip
2:Sony Apps Enabler 4.2.Zip(Flash this only if 3.0.1 doesn’t work)
প্রথমে আপনি আপনার মোবাইল এর রিকবেরি মোড এ যান,রিসেন্টলি টিম উইন রিকবেরি প্রজেক্ট মানে Twrp ইউজারদের সংখা অনেক,তাই আমি Twrp নিয়ম টা আপনাদের দেখাচ্ছি।
Install এ ক্লিক করুন
তারপর Swipe To Confirm Flash
Reboot System!
মোবাইল অন হলে Settings/Apps/play Store/Storage And Clear App Data
তারপর প্লে স্টোর এ গিয়ে সনির বিভিন্ন এপ এর নাম লিখে সার্চ করেন,যদি না পান নিচে লিংক দিচ্ছি।
এখানে সনির প্রাই সব এপ ডাউনলোড করতে পারবেন।
Sony Mobile Communication
1:Music:Get it on Play Store
2:Album:Get it on play store
3:Weather:Get it on play store
4:Sketch:Get it on play store
5:Xperia Home:Get it on play store
Screenshoots:
আশা করি সবাই বুঝতে পেরেছেন,কারো যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আজকের মত পোস্ট এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সবাইকে,
Tata☺
18 thoughts on "[Hot]Sony Xperia এর অফিশিয়াল স্টক এপ্স গুলো ইন্সটল করুন গুগল প্লে স্টোর থেকে,যে কোন Android এ"