==========================================
এপের নাম: #InstaFontMaker -Make TTF
Fonts v1.041_1223
ভার্সন:
সাইজ:৪.২৫ এম্বি
রিকোয়ারমেন্টস:Android 2.1 & Up
====================
★তথ্য >>> কেমন হয় যদি আপনার ফোনে
নিজের হাতের লেখা Font হিসেবে
ব্যবহার করতে পারেন?মানে ফোনের
যে কোন জায়গার যে কোন লেখাই
আপনার নিজের হাতের লেখায়
থাকবে।!!আমরা অনেকেই ফোনে
বিভিন্ন font ব্যবহার করি বিশেষত root
user রা। এক্ষেত্রে অন্যের বানানো
font আমাদের ব্যবহার করতে হয়। তবে এই
অ্যাপটি দিয়ে আপনি সহজেই আপনার
নিজের font তৈরি করতে পারবেন
এমনকি নিজের হাতের লেখাকেও
font এ পরিবর্তন করতে পারবেন। তবে

এটা কিন্তু কোন font installer না, এটা
font maker মানে শুধু TTF ফরম্যাটের font
তৈরি করবে। পরে সেই font ব্যবহারের
জন্য আপনাকে font installer, ifont, hifont
(myfont) এসব অ্যাপ ব্যবহার করতে হবে।
আর অ্যাপ টি ব্যবহার করতে ইন্টারনেট
কানেকশান লাগবে এবং email
অ্যাড্রেস লাগবে।
®®®®®®®®®®®
ব্যবহার :অ্যাপ্লিকেশানে অপেন
করুন,তারপর আপনাকে লিখার জন্য অক্ষর
দেখাবে, আপনি আংগুল দিয়ে ফন্ট
লেখবেন।A-Z, a-z, 1-0 পর্যন্ত লেখতে
হবে। নিজের হাতে সব অক্ষর লেখার
পর অ্যাপটি আপনার email বা Gmail
অ্যাড্রেসে ttf font টি পাঠিয়ে
দিবে। সেখান থেকে আপনাকে font
টি ডাউনলোড করে নিতে হবে। বা
সেই লিংক কপি করে অপেরা,ইউসি
দিয়েও ডাউনলোড করতে পারবেন।
œœœœœœœœœœœœ
এই অ্যাপ ব্যবহার করতে ফোন রুট করা
থাকতে হবে না তবে font ইন্সটল করতে
কিছু ফোন বাদে প্রায় সব ফোনেই রুট
থাকতে হবে যেহেতু iFont,Hifont
আনরুটেড ফোনে চলবেনা তাই,,,, আর
চ্বম nandroid ব্যাকআপ রেখে নেয়া
নিরাপদ।
====================
নির্দেশনা >>> Paid ভার্সন। নরমাল ইন্সটল
করেই ব্যবহার করতে পারবেন।
====================
প্লে স্টোর মুল্য>>> 4$
====================
ডাউনলোড লিংক>>> datafilehost.com/d/6b3edc05

আমি ফেসবুকে facebook.com/Ayonroy01

ধন্যবাদ

3 thoughts on "★★এবার আপনার হাতের লেখাকে এন্ড্রয়েড ফোনের ফন্ট বানিয়ে ব্যবহার করুন, আর অবাক করে দিন সবাইকে(ROOTED)★★"

  1. himushaheb Author says:
    ধন্যবাদ, সুন্দর এপলিকেশান।
    1. Ayon Roy Author Post Creator says:
      Thanks for comment
  2. himushaheb Author says:
    ওয়েলকাম।

Leave a Reply