অনেকদিন পর এলাম ট্রিকবিডির মধ্যে। যারা তাদের ফোন
রুট করে তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে তা হল তাদের ফোন কাস্টোমাইজ করা। তাছাড়া ফোনের পারফরমেন্স বৃদ্দি
করা এবং বেশ কিছু অ্যাপ একসেস পাওয়াও তাদের উদ্দেশ্য
হতে থাকে। আজকে বেশ কিছু মেজীস্ক এর কাস্টম মডিউল
নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ফোনের সিস্টেম ইমুজি চেইন্জ করতে পারবেন।
যা যা লাগবে
1. একটি রুটেড ফোন।
2. মেজীস্ক এর মাধ্যমে রুট করা ফোন।
3. ইমুজি মডিউল।
আমার পছন্দের বেশ কিছু মডিউল সেয়ার করলাম এই পোস্টে।
Installations
1.Open Magisk Manager
2.মডিউল সেকশনে যান এবং + চিহ্নে ক্লিক করুন। ফাইল মেনেজার থেকে zip ফাইলটি সিলেক্ট করুন।
3. ফোন রিবুট দিন।
JoyPixle
এটি আমার লিস্টে নাম্বার 1 এ আছে। ইউস করা সব ইমুজির
মধ্যে এটিই বেস্ট।
Download
Hats emoji
এটি হল সেকেন্ড বেস্ট। এই ইমুজিটি বেশ ইউনিক তবে
সমস্যা হল দীর্ঘদিন ব্যাবহারে আপনি বিরক্তবোধ করবেন।
Download Link
Square Emoji
এই ইমুজিটাও আমার খুব ভাল লেগেছে তবে এটিও কিছুদিনের ব্যবহারে বিরক্তিকর লেগেছে।
Download
Corona Emoji
এই করুণা সমস্যাই আপনি মাস্ক আর গ্লাবস পরবেন কিন্তু আপনার ইমুজিরা পরবে না তা কীভাবে হয়।
Download
More Emoji
অনেক কাস্টম ইমুজিই আপনি পাবেন। এদের ডাউনলোড লোকেশন আপনাদের সাথে শেয়ার করলাম। নিচের লিংক থেকে নামিয়ে নিয়েন।
XDA Forum
Tested Device
Device: Nokia 6 (2017)
Android: Pie
Root: Rooted (Magisk)
Keyboard: Gboard
ইমুজি মডিউল কই পাব.
রুট করার পর আন রুট করলে কি ইমেজি ও চলে যাবে.?
দয়া করে জানাবেন..
আপনি কি আমাকে একটা কাস্টম রিকভারি বিল্ড করে দিতে পারবেন? অথবা কোন লিংক দিতে পারবেন যে এই বিষয়ে আমাকে হেল্প করতে পারবে?
ইমুজি মডিউল কই পাব.
রুট করার পর আন রুট করলে কি ইমেজি ও চলে যাবে.?
দয়া করে জানাবেন..