[Root][Part-1: Framroot] রুট করুন সকল
এন্ড্রয়েড ডিভাইস (হালনাগাদ পোস্ট) by Riadrox
আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন সবাই?
আশা
করি নিজের এন্ড্রয়েড ডিভাইস নিয়ে সবাই সুখে
শান্তিতে আছেন।
যারা এন্ড্রয়েড 4.2.2 ডিভাইস
রুট করতে চান,তাদেরকে আজ একটি ওয়ান ক্লিক
রুট মেথড জানাতে এসেছি।
প্রথমে
Framroot 1.93 official latest
ডাওনলোড করে নিন।
লিঙ্ক Framaroot-1.9.4.apk
এবার সেটি ইন্সটল করুন ।
ইন্সটল হবার পর superuser/supersu যেকোনো
একটা সিলেক্ট করুন
তারপর Boromir এ ক্লিক করুন।
তারপর সেট রিবুট দিন।
ব্যাস,আপনার সেট এখন রুটেড
আজকের এই পর্বে যাদের ফোন রুট হবে না তারা পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।
বি:দ্র:সব এটা দিয়ে প্রিমো এফ টু,ডি টু,সি টু,ম্যাক্স ৯০৭
রুট করেছি
*সুপারইউজার এ প্রপার রুট নাও হতে পারে।
আপনি সুপারসু সিলেক্ট করলে ভাল হয়।
*যদি আনরুট করতে চান,ফ্রামরুট এ গিয়ে আনরুট
সিলেক্ট করে Boromir এ ক্লিক করলে হবে।
হালনাগাদ পোস্ট by RiadRox(পার্ট ১)
রুট করেই ছারব।
চলবে,,,,,
your device seems invaluable
bro plzzzz inbox replay…