আমরা যারা Magisk এর রুট ব্যবহার করি আমরা হয়তো এই বিষয়ে অবগত আছি যে Magisk ভার্সন 25.0 থেকে তাদের Magisk ম্যানেজার অ্যাপে মডিউল ডাউনলোডের অপশনটি বন্ধ করে দিয়েছে।
তো আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা ঝামেলার মধ্যে আছি কেননা গুগল থেকে সার্চ করে মডিউল ডাউনলোড করাটা সময় সাপেক্ষ এবং মডিউলের ডাউনলোড লিংক খুজে বের করাটা অনেকের জন্য কষ্টসাধ্যও বটে। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপ শেয়ার করব যেটার সাহায্যে আপনারা খুব সহজেই Magisk ম্যানেজারের মতোই খুব সহজে মডিউল ডাউনলোড করতে পারবেন।
নিচে আমি অ্যাপটি অ্যাপটির ডাউনলোড লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইন্সটল করে নিবেন এবং ওপেন করে রুট পারমিশন দিবেন দিলে অনেকটা নিচের স্ক্রিনশটের মতো ইন্টারফেজ দেখতে পাবেন।
এখান থেকে আপনারা সার্চ করে যেকোনো মডিউল ডাউনলোড করতে পারবেন ও এখান থেকে মডিউল ফ্লাশ করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন যেভাবে Magisk App এ করা যেত।
ডাউনলোড লিংক: Download Fox mmm APK
তো আজকের এই পোষ্টে এতোটুকুই।
সকলই ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।
dolby Atmos eita kivava install korbo redmi note 10s e ?