আপনার শখের এবং অপরিহার্য বন্ধু
অ্যান্ড্রয়েড ফোন টি কি ধীর গতির।
খুব তাড়াতাড়িই ব্যাটারির চার্জ
শেষ হয়ে যাচ্ছে? স্বভাবতই
অ্যান্ড্রয়েড ফোন ধীর গতিতে
চালানোর মতো বিরক্তির কিছু নেই।
তবে আপনার কি জানা আছে
অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হওয়ার
কারণ এবং স্পিড বাড়ানোর
উপায়সমূহ? জেনে নিন কিভাবে
আপনিআপনার প্রিয় অ্যান্ড্রয়েড
ফোনটির গতি বাড়াবেন সেই সাথে
ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন।
আপনার মোবাইল সম্বন্ধে জানুন br />
প্রথমেই আপনার জানা উচিত আপনার
অ্যান্ড্রয়েড মোবাইলটির ক্ষমতা
এবং অক্ষমতা সম্বন্ধে। যার মাধ্যমে
আপনি জানতে পারবেন কোন
অ্যাপসটি আপনার মোবাইলের জন্য
আর কোনটি নয়। কারণ ইন্টারনেটে
এমন অনেক ক্ষুধার্ত অ্যাপস আছে
যেগুলো সাইজে যেমন বড়, তেমনি
সেগুলি মেমরির অনেকটা জায়গা
দখল করে থাকে। তাই আপনি আপনার
মোবাইলের জন্য সঠিক অ্যাপসটি
ব্যবহার করলে আপনার প্রিয়
মোবাইলটি দ্রুত গতির সাথে সাথে
চলবেও দীর্ঘক্ষণ।
সময়মত হালনাগাদ করুন br />
আপনার প্রিয় অ্যান্ড্রয়েড
মোবাইলটির গতি বাড়াতে চাইলে
ফার্মওয়্যার হালনাগাদ করার বিকল্প
নেই। মোবাইল ফোনের নতুন
অপারেটিং সিস্টেম আসার সাথে
সাথে গুগল নিয়ে আসে নতুন আপডেটস,
নতুন অ্যাপস। যা আপনার মোবাইল
ফোনকে করে তোলে আরও নতুন। তাই
মোবাইলের গতি বাড়াতে সময়মত
হালনাগাত করুন।হালনাগাত করতে
ইন্টারনেটের প্রয়োজন। আপনার
মোবাইলটিকে ইন্টারনেটের সাথে
যুক্ত করে আপডেট সেন্টার থেকে
আপডেট অপশনটি চাপুন। আপডেট অপশন
খুঁজে না পেলে ‘অ্যাবাউট ফোন’
অপশনটিতে আপডেট অপশনটি খুঁজে
পাবেন।
অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলুন br />
ইন্সটলকৃত সকল প্রকার অ্যাপস আপনার
মোবাইলের জায়গা দখল করে থাকে

এবং যা আপনার অজান্তে চালু
থাকে। এর ফলে আপনার মোবাইলটি
যেমন ধীরগতির হয়ে যাবে তেমনি
চার্জও শেষ হয়ে যাবে দ্রুত।তাই যেসব
অ্যাপস আপনার প্রয়োজন পরে না
সেগুলোকে আন-ইন্সটল করে মুছে
ফেলুন। মনেরাখবেন যেসব অ্যাপস
আপনার কাছে খুবই দরকারি সেগুলোই
শুধু ইন্সটল করে রাখুন।
অ্যাপস গুলো হালনাগাদ করুন br />
আপনার উচিত গুগল প্লে স্টোর থেকে
ইন্সটল করা অ্যাপস গুলি নিয়মিত
হালনাগাত করা। নিয়মিত
হালনাগাত করলে ক্রাশ সমস্যা
থেকে আপনি আপনার মোবাইলটিকে
রক্ষা করতে পারবেন। এছারাও
হালনাগাতের ফলে আপনি অ্যাপস
গুলির মধ্যে নতুনত্ব খুঁজে পাবেন। তাই
দেরি না করে নেট সংযোগ করে
হালনাগাদ করে ফেলুন আপনার
প্রয়োজনীয় অ্যাপস গুলির।
উচ্চগতি সম্পূর্ণ মেমরি কার্ড ব্যবহার
করুন br />
সাধারণতই আপনার মোবাইল ফোনের
স্থায়ী কিছু জায়গা থাকে
যেখানে তথ্যগুলো সংরক্ষিত হয়ে
থাকে। ফোনে বেশি তথ্য সংরক্ষনের
জন্য মেমরি কার্ডের প্রয়োজন পরে
থাকে।
বাজারে অনেক কোম্পানির
মেমোরি কার্ড পাওয়া যায়
যেগুলো নিম্নে ২ গিগাবাইট থেকে
৩২ গিগাবাইটেরও বেশি হয়ে
থাকে।অনেকেই মনে করেন বেশি
গিগাবাইটের মেমোরি কার্ড
কিনলে মোবাইল দ্রুত কাজ করবে। তা
আংশিক ভুল। কারণ মোবাইল দ্রুত কাজ
করার জন্য দরকার উচ্চগতি সম্পূর্ণ
মেমোরি কার্ড। তাই মেমোরি
কার্ড কেনার সময় দেখে শুনে বুঝে
কিনবেন।
কম উইজেট চালু রাখেন br />
অনেকের অ্যান্ড্রয়েড মোবাইলের
হোম স্ক্রিন নানা উইজেটে ভর্তি।
তারা হয়ত জানেন না উইজেটগুলো
সাময়িক সুন্দরতা বৃদ্ধি করলেও এইগুলো
চার্জ শেষ করতে ওস্তাদ, এমনকি
মোবাইল ধীর করে দিতেও ওস্তাদ
এইসব উইজেট। আবার অনেক
অ্যান্ড্রয়েড মোবাইল
ব্যবহারকারীদের ক্ষেত্রে দেখা
যায় তারা এমন সব উইজেট ব্যবহার
করেন যেগুলো ইন্টারনেটের সাথে
আপডেট হতে থাকে।
আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড
মোবাইলটি দ্রুত গতির করতে চান
এবং চার্জের স্থায়িত্ব বাড়াতে
চান তাহলে এখুনি ওয়াই ফাই , ব্লুটুথ,
জিপিএস বন্ধ করার সাথে সাথে
অপ্রয়োজনীয় উইজেট গুলো বন্ধ করে
ফেলুন।
লাইভ ওয়ালপেপারকে না বলুন br />
মোবাইলের ওয়ালপেপার একটু
নড়াচরা অবস্থায় দেখতে কার না
ভাল লাগে! কিন্তু অনেকেই হয়ত
জানেন না এইসব লাইভ ওয়ালপেপার
মোবাইলের জন্য কতটা ক্ষতিকারক।
ব্যাটারির চার্জ নষ্ট করার জন্য লাইভ
ওয়ালপেপার চালু রাখলেই যথেষ্ট।
তাই লাইভ ওয়ালপেপার বন্ধ করার
মাধ্যমে আপনার মোবাইলের
কার্যক্ষমতা বাড়ার সাথে সাথে
চার্জও থাকবে অনেক্ষন।
এ্যানিমেশন বন্ধ করে রাখুন br />
আপনার মোবাইলের সকল প্রকার
চালুকৃত এ্যানিমেশন বন্ধ করে রাখুন।
এ্যানিমেশন বন্ধ করে রাখার জন্য –
Settings > Developer Options > Window
Animation Scale >Turn Off Animationসাহায্য
নিতে পারেন কিছু অ্যাপসেরও!
অ্যান্ড্রয়েড মানেই অ্যাপসের মজা।
প্রতিটি প্রয়োজন মেটাতেই রয়েছে
অ্যাপসের চাহিদা। তেমনি
অ্যান্ড্রয়েডেফোন ক্লিন রাখতে
ব্যবহার করতে পারেন কিছু অ্যাপসও।
যেগুলো আপনার স্মার্টফোনটি
রাখবে ফ্রেশ। আর ফ্রেশ মানেই
গতিময় পথ চলা? আপনার হাতের
অ্যান্ড্রয়েড মোবাইলটির স্পিড ধরে
রাখতে ব্যবহার করতে পারেন 1Tap
Cleaner, Android Assistance, App 2 SD, 360
Mobile Security, Battery Doctor ইত্যাদি
অ্যাপস।
All Sim Free Net Tips Click Here

Leave a Reply