স্মার্টফোনের হোম বাটন কাজ না
করলে এমন তিক্ত অভিজ্ঞতার মুখে
অনেককেই পড়তে হয়। জরুরি সময়ে
ফোনের হোম বাটন অকেজো হয়ে
পড়লে বেকায়দায় পড়তে হয়। হাত
থেকে পড়ে কিংবা পানি ভিজে
হঠাৎ করেই স্মার্টফোনের হোম বাটন কাজ কাজ করে না। অনেক
সময় হোম বাটনের পাশে থাকা
ব্যাক বাটনও কাজ করে না।
তবে স্মার্টফোনের অন্যান্য
ফিচার যেমন টাচসহ বাকি সব
কিছু ঠিক থাকে। এ সমস্যা সমাধানের জন্য সার্ভিস
সেন্টারে যেতে হয়। বেশ কিছু
অর্থও গচ্ছা যায়। তবে কোনো ধরনের হার্ডওয়্যার
মেরামত না করে ‘মাই হোম

বাটন’ নামের একটি
অ্যাপ্লিকেশনের সাহায্যে এ
সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে
মুক্তি পাওয়া সম্ভব। এতে যেমন জরুরি কাজটিও মেটানো যায়,
তেমিন সার্ভিস সেন্টারে
যাওয়ার ঝামেলা থেকেও বাঁচা
যায়। এক নজরে অ্যাপ্লিকেশনটির
ফিচারগুলো
এটির মাধ্যমে হোম, ব্যাক এবং
মেন্যু অপশনের নাম অনায়াসে
বদলানো যাবে। অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা
হলো এটি ব্যবহার করতে
ডিভাইসটি রুট করতে হবে না।
প্লেস্টোরে এরূপ আরও কিছু অ্যাপ
রয়েছে যেগুলো ব্যবহার করতে রুট
করতে হয়। তবে এটির ক্ষেত্রে তা প্রয়োজন হবে না।
এটি ব্যবহার করে স্মার্টফোনে
থাকা অ্যাপ্লিকেশনগুলো
শর্টকার্ট হিসেবেও ব্যবহার
করা যাবে। নোটিফিকেশন বার থেকে হোম
বাটন ব্যবহার করা যাবে।
ব্যবহারকারীদের সুবিধা মতো
স্মার্টফোনের স্ক্রিন ব্যাক, হোম
বাটন প্রদর্শনের সুবিধা পাওয়া
যাবে অ্যাপটি ব্যবহার করে। সম্পূর্ণ অফলাইনে কাজ করবে
এটি। ফলে একবার ডাউনলোডের
পর আর ইন্টারনেট সংযোগ
প্রয়োজন হবে না।

Leave a Reply