আস্সালামু আলাইকুম । কেমন আছেন
আপনারা?
আজকে আপনাদেরকে একটা Awsome
সফটওয়্যার উপহার দিবো ।

সাথে ফুল
টিউটোরিয়াল ।
এই সফটওয়্যারটার নাম Audacity যার
দ্বার যে কোন গান থেকে মিউজিক
আলাদা করা যায় । এ ছাড়া আরো
অনেক
কিছু ।
কথা না বাড়িয়ে নিচের লিন্ক
থেকে সফটওয্যারটা ডাউনলোড দিন ।

Click here to download

তো আসুন মুল টিউটোরিয়ালে আসা
যাক ।
প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন ।
তারপর File->open এ ক্লিক করুন ।

যেই Mp3 ফাইলের মিউজিক
আলাদা করতে চান সেটা সিলেক্ট
করে
Open
এ ক্লিক করুন । একটু অপেক্ষা করুন
ফাইলটা
Import হবে ।
এবার দেখুন ফাইলটা সম্পুর্ন লোড
নিয়েছে ।
এখন দেখুন ওখানে ডানপাশে ২
টা অংশে বাইরেট আছে ।
ঠিক ২ টা অংশের মাঝামাঝি মাউস
কারর্সর
রেখে একটা ক্লিক করুন । দেখুন সব
বাইরেট সিলেক্ট হয়ে গেছে ।
এবার উপরের আংশের বাম পাশের Track

ক্লিক করে Split stereo track এ ক্লিক
করুন । এভাবেই নিচের অংশ তেও
করবেন ।
এবার উপরের Effect এ ক্লিক করে Invert
এ ক্লিক করুন ।
একটু অপেক্ষা করুন দেখুন Effect লোড
নিচ্ছে ।
আবারও ডানপাশের প্রথম অংশের
বামদিকের Track এ ক্লিক করে Mono
করে দিন । একই ভাবে নিচেরটাতেও
Mono
করে দিন ।
এবার File->save এ ক্লিক করে File টা
সেভ
করে নিন ।
এবার ওটা Play করে দেখুন ওটাতে কোন
গান নেই । যা আছে সব মিউজিক ।

5 thoughts on "এবার যে কোন গান থেকে গানের বাজনা ও গান আলাদা করুন খুব সহযে।"

  1. Sabujp Contributor says:
    eta ki android er jonno….???
    1. Jakaria Khan Contributor Post Creator says:
      yes bro
  2. SR.Tuhin Contributor says:
    Nije ki zip file tar vitore ki acha seta dekhsen?? Andajei j post disen…aita pc er jonno r zip file tao lock kora
    1. Jakaria Khan Contributor Post Creator says:
      এটা তো পিসার জন্যই, আর ঐখানে এতটি নাম্বার আছে যেখানে ফোন দিলে তারা password বলে দেবে।
  3. Rana Administrator says:
    সব পোষ্টের সাথে ফিচারড ইমেজ এড করার চেষ্টা করুন এবং কপি পেষ্ট না করে নিজে লিখে পোষ্ট করুন

Leave a Reply