প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ সম্পর্কে কিছু তথ্য জানব।

২০০৯ সালে জ্যান কউম ও ব্রায়ান এক্টন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন।

কিন্তু ৯ ফেব্রুয়ারি, ২০১৫ সালে ফেসবুকের মালিক হোয়াটসঅ্যাপ কিনে নেয় প্রায় ১৫০ কোটি ডলারে।

এই অ্যাপ দিয়ে টেক্সট, আডিও, ভিডিও চ্যাট এবং বর্তমানে ফ্রি কল করা যাচ্ছে, তবে জানিনা কতদিন ফ্রি থাকবে।

এবার কিছু জানা অজানা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব।

১. আপনার স্মার্টফোনটি যদি বদলেও ফেলেন তবুও আগের ফোনের চ্যাটিং হিস্ট্রি নতুন ফোনে নিতে পারবেন।

মাইক্রোএসডি কার্ড ব্যবহার করলে চ্যাট হিস্ট্রি কার্ডে নিয়ে যান।

এটি করতে, মেনু > সেটিংস > চ্যাট সেটিংস > ব্যাকআপ কনভারসেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

নতুন ফোনে এই কার্ডটি লাগিয়ে নিয়ে রিস্টোর করুন।

২. আপনি শেষ কখন হোয়াটসঅ্যাপে ছিলেন তা অন্যকে না জানাতে চাইলে সেটিংসে যান।

সেখান থেকে অ্যাকাউন্টের প্রাইভেসিতে গিয়ে এটি বন্ধ করে দিন।

৩. আপনার পাঠানো ম্যাসেজ শেষ কখন দেখা হয়েছে তা বুঝতে দেখুন চ্যাট উইন্ডো নীল রংয়ের হয়েছে কি না। নীল হলে বুঝবেন দেখা হয়েছে।

৪. আইওএস অপারেটিংয়ে জেলব্রেকিং ছাড়া হোয়াটসঅ্যাপ লক করা যায় না।

তবে অ্যান্ড্রয়েডে পিন কোডের মাধ্যমে চ্যাট লক করতে পারবেন। এজন্যে ম্যাসেঞ্জার অ্যান্ড চ্যাট ব্লকস, অ্যাপ লক অথবা স্মার্ট অ্যাপলক অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।

৫. কম্পিউটারে ক্রোম ব্রাউজার থাকলে হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে তা ব্যবহার করতে পারবেন।

এ জন্যে ব্রাউজার থেকে অ্যাপের ওয়েবে গিয়ে মেনু থেকে কিউআর কোড স্ক্যান করে নিতে হবে। মোবাইলের মতোই এতে চ্যাট করতে পারবেন।

৬. হোয়াটস অ্যাপ ব্যবহারকারী সব ছবি হয়তো গ্যালারিতে দেখতে চান না।

এটি বন্ধ করতে, সেটিংস > প্রাইভেসি > ফোটোজে যান। সেখান থেকে হোয়াটসঅ্যাপ অফ করে দিন।

৭. কিছু গ্রুপ কনভারসেশন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে।

আইফোন ব্যবহার করলে গ্রুপ চ্যাপ অপশনে গিয়ে গ্রুপ ইনফো স্ক্রিনে যান। সেখানে মিউট বাটন ট্যাপ করুন।

অ্যান্ড্রয়েডে চ্যাট খুলে মিউট চেপে দিন। সেখানে শো নোটিফিকেশন এর টিক চিহ্নটি তুলে দিতে পারেন।

৮. মুছে ফেলা মেসেজ ফিরে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, হোয়াটসঅ্যাপটি রিমুভ করে তা আবার ইনস্টল করা।

এক সময় জানতে চাওয়া হবে আপনি মেসেজ রিস্টোর করবেন কি না। রিস্টোর করলেই মুছে ফেলা মেসেজ ফিরে পাবেন।

৯. শুধু অ্যান্ড্রয়েডে প্রতিদিনের চ্যাটের জন্যে শর্টকাট তৈরি করে নিতে পারবেন।

চ্যাটে প্রশ্নবোধক বাটনটি চেপে ধরে রাখুন। এরপর অ্যাড কনভারসেশন শর্টকাট সিলেক্ট করে নিন।

১০. কাউকে বড় আকারের মেসেজ ব্যক্তিগতভাবে পাঠাতে পারবেন।

অ্যান্ড্রয়েডে মেনু থেকে নিউ ব্রডকাস্ট অপশন থেকে প্রাইভেট মেসেজ করে নিতে পারবে।

আর আইওএস-এ চ্যাটস স্ক্রিনের ব্রডকাস্ট লিস্টস ট্যাপ করুন। এরপর নিউ লিস্ট ট্যাপ করে যাকে পাঠাতে চান তাকে সিলেক্ট করে নিন।

আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।

3 thoughts on "হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স ও তথ্য by RB"

  1. Delower532 Contributor says:
    ধন্যবাদ
    1. Sheikh Rasel Author Post Creator says:
      u r most welcome
  2. sumonmasud Contributor says:
    thank you bro

Leave a Reply