এন্ড্রয়েডে নেট স্পীড নিয়ে সমস্যার শেষ নেই! থ্রিজি এলো, তবুও স্পীড স্মুদ না। চালাতে চালাতে হঠাত হঠাত স্পীড বেধে গিয়ে জিরো হয়ে থেমেই থাকে। সেকেন্ডের পর সেকেন্ড, প্রায় মিনিট ধরে বেধেই থাকে, তারপর হঠাত স্পীড এক লাফে কয়েক সেকেন্ডের জন্য কয়েকশো কেবি হয়ে যায়। তারপর ধুম করে আবার জিরো! আর লোড নেয়না! লোডিং, লোডিংএমন থ্রিজি দিয়ে আসলেই কি হবে! স্পীড যদিও বেশি, কিন্তু বারবার বেধে যেয়ে ০ হয়ে গেলে কার না মেজাজ খারাপ হয়

Download Hspa Tweaker 3g Booster

এই সমস্যার সমাধান পেয়েছি এই এপ টা ইউজ করে।

HSPA+ Tweaker. এটা কাজ করে এভাবে,

এটা চালু রাখা অবস্থায় এটা এর সার্ভার থেকে প্রতি সেকেন্ড/মিলিসেকেন্ড পরপর এর সার্ভার থেকে ১/১০ বাইট করে ডাটা ট্রান্সফার করতে থাকে।

যাদের ফোনে ইন্টারনেট স্পীড মিটার আছে তারা এটা চালু রেখে স্পীড মিটারে দেখতে পারেন।

এর ফলে কি হয়, স্পীড কখনই ০ তে যেয়ে বেধে যাবেনা। কারন প্রতি মিলিসেকেন্ডে ১ বাইট করে ডাটা ট্রান্সফার চলতেই থাকবে সার্ভারে।

ফলে ৩জির প্রকৃত ব্রাউজিং স্পীড পাবেন। এটা আমার নিজের ইউজ করা। আসলেই স্পীড অত্যান্ত স্মুদ থাকে এটা চালু থাকা অবস্থায়।

ব্রাউজিং এর সময় কখনই স্পীড বেধে যায়না। স্মুদ ভাবেই সুন্দর ব্রাউজিং করা যায়।

নিজেই ইউজ করে দেখুন।

এটা চালানোর নিয়মঃ

প্রথমে এটা ওপেন করে মাঝখানের গোল H+ এর উপর ক্লিক করলে এটা ফুল স্ক্রিনে H+ কমলা রঙ দেখাবে।

এবার হোম বাটনে ক্লিক করে এটাকে চালু অবস্থায় ব্যাকগ্রাউন্ডে রেখে দিন। ব্যাস।

এবার নেট চালাতে থাক্কুন।

1440551440_hspa-tweaker-3g-booster

collage1 (1)

উপরে নোটিফিকেশনেও H+ এর আইকন দেখতে পাবেন কমলা রঙের।

এটা প্রতি সেকেন্ড না মিলিসেকেন্ডে ১ বাইট না ১০ বাইট ডাটা ট্রান্সফার করবে এটা এর সেটিংস থেকে কাস্টমাইজ করতে পারবেন।

সার্ভারও চেঞ্জ করতে পারবেন।

আর হ্যা, এটা যে শুধু H+ এর কাজ করবে তা না। এটা EDGE ইউজার রাও ইউজ করতে পারবেন।

অর্থাৎ এন্ড্রয়েডে যেকোনো ধরনের নেট কানেকশন, সে যাই হোক, GPRS, EDGE, H,H+, LTE, সব ধরনের নেটওারক/ডাটা কানেকশনেই এটা চলবে এবং স্পীডকে স্মুদ করে রাখবে। (এটা স্পীড বাড়াবেনা, কিন্তু স্পীড ক্লিয়ার আর স্মুদ রাখবে যাতে স্পীড বেধে বেধে না চলে)

Always Stay With Trickbd.Com

 

9 thoughts on "এন্ড্রয়েডের নেটে আর বেধে বেধে চলবেনা। খুব খুব ভাল স্পীড দেবে HSPA+ Tweaker"

  1. Avatar photo Riadrox Legend Author says:
    Abar oi post
    1. Avatar photo Dipto222 Author Post Creator says:
      sobar jonno again
    2. Avatar photo Riadrox Legend Author says:
      Apni chan sobai jeno khali apnar post e pore tai na??
  2. Rahul Ahmed Parves Contributor says:
    রানা ভাইয়ের দৃষ্টি আকর্ষন আমি অনেকগুলো পোস্ট করলাম আমি নিজে লেখে কিন্তু আপনি পাবলিশ করেন নাই আর যারা কপি পোস্ট করে তাদের কে ট্রেনার করে দেন ;-(
    1. Avatar photo Riadrox Legend Author says:
      সুন্দর কথা বলছেন।নোবেল দেওয়া উচিত

Leave a Reply