আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।তেমনি আজকেও নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ।যা দিয়ে আপনি আপনার ফোনে 4K মানের ভিডিও করতে পারবেন।এছাড়াও সিনেমা স্টাইল ভিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন। অ্যাপটির ৫০% ডিস্কাউন্টে প্লেস্টরের মূল্য 4.37$ তবে আমি দিচ্ছি একদম ফ্রিতে।

প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→4K Cinema Video Editor.Apk

Screenshot_2015-12-17-20-03-56

Screenshot_2015-12-17-20-04-32

 

সত্যি বলতে অ্যাপটি এক কথায় প্রফেশনাল এবং অসাধারন।আমি নিজে ইউজ করি তাই আপনাদের সাথে সেয়ার করলাম। সব কিছু লেখা সম্ভব হলো না।যেহেতু এইটা পেইড অ্যাপ সেহেতু এডের জন্ত্রনা বা পারফোমেন্স নিয়ে আপনাকে ভাবতে হবে না। তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।

Thank You All Members

4 thoughts on "4k রেজ্যুলেশনে এর ভিডিও করুন আপনার Android মোবাইল দিয়েই,পুরাই সিনেমা স্টাইল ভিডিও কোয়ালিটি…. একবার দেখে নিন।"

  1. Md Ashikur Rahman Sorol Contributor says:
    শিঘ্রই এয়ারটেল আনলিমিটেড ফ্রী নেট ট্রিক নিয়ে পোস্ট করা হবে।তাই চোখ রাখুন….www.trickbdno1.com এ…..
  2. radhoun Contributor says:
    1200 Gems/5 Builder Hut(no hack)কোনো হেক ছাড়াই 1200 Gems!!!
    বন্ধুরা আমরা এতদিন অনেক ফালতু পোষ্ট দেখেছি,এগুলোর মধ্যে লেখা থাকে Clash of Clans এর Gems হেক করা যায়।আসলে এগুলো সব ফালতু আর মিথ্যা পোষ্ট।Clash of Clans এর Server নেট খুবই শক্তিশালী।তাই,এই server নেট হেক করা না,হেক করার কথা ভাবাও যায় না।কিন্তু, আপনে যদি চান তাহলে সৎ উপায়ে 1200 Gems নিজের করে 5 টা Builder Hut নামাতে পারবেন।এজন্য আপনাকে যা যা করতে হবে তা হলো,,,,,,,
    আপনাকে প্রথমে আপনার play store থেকে একটি app ডাউনলোড করতে হবে।app টির নাম হলো Whaff…… এই app টি আপনার ফোনে ইন্সটল করার পর আপনার কাজ খুব সহজ হয়ে যাবে।app টি তে প্রবেশ করার পর প্রথমেই আপনাকে facebook এর সাথে sign up করতে হবে।facebook এর সাথে sign up করার পর আপনার কাছে একটি কোড চাবে।কোডটি হলো CW34038,, এই কোডটি দেওয়া হলে আপনার একাউন্ট এ2.30$ ডলার জমা হয়ে যাবে।এর পর আপনারও একটি কোড আসবে। আপনার কোডটি দিয়ে আপনিও আপনার বন্ধুদের invite করে প্রত্যেক বার 0.30$ ডলার পাবেন।এভাবে আপনার একাউন্ট এ 10$ ডলার জমা হলে, Whaff এর setting এ যেয়ে payout এ google play select করুন।
  3. alone nur Contributor says:
    একটু থামুন!!!
    আপনি কি জানেন বাংলাদেশে এই প্রথম বেড় হলো মন মাতানো সব ভালোবাসার অনুভুতি নিয়ে অডিও ডায়ালগের Mp3 .. (যেটা অন্য কোথাও পাবেন না)
    কথা দিলাম আপনার হৃদয়কে একটু হলেও ছুয়ে যাবে… (বেশি ইমোশনাল টাইপের হলে কান্নাও করে দিতে পারেন 😀 ) Trust Me!

    এখানে পাবেন– LoveTune.CF

Leave a Reply