বিসমিল্লাহির রাহমানির রহীম।।আশা করি সবাই ভাল আছেন+রোজা রেখেছেন।।আমরা মাঝে মধ্যেই দেখি যে টিউনার ভাইয়ারা টিউন করেন পিসি তে কিভাবে ডুপ্লিকেট ফাইল গুলা ডিলেট করবেন।।কিন্তু কেউ তো মোবাইল এর ডুপ্লিকেট ফাইলগুলা ডিলেট করার টিউন করে না।।তাই এবার আমি আপনাদের জন্য এই টিউনটিই নিয়ে এলাম।আর হ্যা যেহুতু এপ্সটির নাম SD MAID সেহুতু এই এপ্সটি দিয়ে আপনি মেমোরির(ফোন+এক্সটারনাল) কাজগুলা করতে পারবেন।

Download Sd Maid Pro.Apk

Features About This App

 

১:(over view) এই অপশনটির দ্বারা আপনি আপনার ডিভাইস এর সকল তথ্য পাবেন।

২:(explorer)এটা আর বল্লাম না

৩:(searcher)এইটা দ্বারা আপনি যেকোন কিছু সার্চ করতে পারেন।।রুট করা থাকলে সিস্টেম এরও যেকোন ফাইল সার্চ দিয়ে খুজে পেতে পারেন।

৪:(app control) এই অপশনটির মাধ্যমে আপনি যেকোন এপ্স কে ফ্রজেন(ডিসাবল) করে রাখতে পারেন,,ব্যাকআপ দিয়েও রাখতে পারেন,,অটো স্টার্ট বন্ধ করে রাখতে পারেন।আরো অনেক কিছুই আছে।

৫(corpse finder)-আপনার মেমোরিতে অনেক ফাইল আছে যেগুলাকে মরা বলাই চলে অর্থাৎ আপনি যেসব ফাইল ব্যবহারই করেন না সেটা ডিলেট করতে পারবেন।

৬**(duplicates)এইটার উপরেই মুলত টিউন টি করা।।এইটাতে ঢুকে স্ক্যান করলেই আপনাকে দেখাবে কোন কোন ফাইল ডাবল আছে।।আপনি শুধু ক্লিক করবেন সাথে সাথে ডিলেট হয়ে যাবে।।

৭:(system cleaner)আপনি যখন একটা এপ্স ইন্সটল দিয়ে পরে আবার আনইন্সটল দেন তখন কিছু আবর্জনা আপনার সিস্টেম এ জমা হয়।।সেই আবর্জনাই পরিষ্কার করার কাজ এইটার।।

৮::(app clear) এটার ব্যবহার আমিও জানিনা তবে এটা করলে কোন এপ্স ডিলেট হয়না।।কিছু মেমোরি ফাকা হয়।।

৯:(Database) এই অপশনটির ফলে আপনি আপনার ডাটাবেজ ক্লিয়ার করতে পারবেন।।

১০:(biggest) এইটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার মেমোরি তে সবচেয়ে বড় ফাইল কি কি আছে এবং ডিলেট করতে পারবেন।।

Screenshot_2015-06-25-08-07-02

 

Stay With Trickbd.Com

 

One thought on "শুধু কি পিসিতেই ডুপ্লিকেট ফাইল ডিলেট করা যায়?? না!! এবার আপনার স্মার্ট ফোন দিয়েই ডিলেট করুন মোবাইলএর সব ডুপ্লিকেট ফাইল সাথে সাথে আবর্জনা ও আরো ৮ টি কাজ করুন।"

  1. shohagislam463 Contributor says:
    vai***bograworld.blogspot.com tune korben ****email–[email protected]

Leave a Reply