পারফরমেন্স পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যথেষ্ট পরিমাণ র‌্যাম থাকে না। আর ল্যাপটপ বা কম্পিউটারের মতো অতিরিক্ত র‌্যাম লাগানোর কোনো সুযোগ নেই। তার মানে এই নয় যে, ওই অল্প র‌্যাম নিয়েই আপনাকে কাজ চালিয়ে নিতে হবে। আপনি চাইলেই আপনার স্মার্টফোনটি র‌্যাম বাড়িয়ে পারফরমেন্স আগের চেয়ে অনেক ভালো পারেন।

ফোনটিকে অবশ্যই রুট করে নিতে হবে। আর গুগল প্লেস্টোর থেকে Swapper for Root অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ।অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন

যা লাগবে১.৬ এর পরবর্তী সংস্করণের অ্যান্ড্রয়েড ফোনসেটটি রুট থাকতে হবেএকটি মাইক্রো এসডি (SD) কার্ড যেখানে কমপক্ষে ৩০০ MB জায়গা ফ্রি আছে
যা করতে হবে

১. অ্যাপসটি ইনস্টল করার পর ‘Active on Boot Swap’ বাটনে যান

বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড ফোনের র‌্যাম

২. EXT Partition SD Card নির্বাচন করুন

৩. এরপর File Dimension Swap (in MB) এ লিখে কতোখানি র‌্যাম আপনার দরকার। তবে সাধারণত সর্বোচ্চ ২৫৬ MB পর্যন্ত রাখার পরামর্শ দেয়া হয়।

৪. এবার সেফ করুন।

ব্যস হয়ে গেল। দেখুন আপনার ফোনের র‌্যাম বেড়ে গেছে। আর কাজের গতিও বেড়েছে।

7 thoughts on "কনো প্রকার অ্যাপ ছারাই বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড ফোনের র‌্যাম"

  1. Karimullah Anik Contributor says:
    দেখি কাজ হয় কিনা।আমার ফোন samsung galaxy star s5282 4.1.2 jeally bean rooted
  2. asad_shafiq Contributor says:
    vai ram to ager jaygay ace koi ram to bare nai
  3. Sulaiman Contributor says:
    Vai phone number locator app ta Dan na please…
  4. amarnet Author Post Creator says:
    ok bro sathei thaken
  5. Karimullah Anik Contributor says:
    কিছুই তো হল না
  6. LpRiFaT Contributor says:
    Bai sotti ki kaj hoy..?
  7. Heras mahmud Contributor says:
    Koi hoy na toh ..

Leave a Reply