বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশাকরি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহ্মতে ভালো আছেন ।
ট্রিকবিডির সাথে থেকে আপনাদের সাথে কথা বলে মুলত আরো বেশিই ভালো আছি। সবসময় চেষ্টা করি ভালো কিছু শেয়ার করতে যা আপনাদের উপকারে আসবে । প্রথম পোস্টেই আপনাদের অনেক নেতিবাচক সারা পেয়েছি সবাই অনেক ভালো মন্তব্য করেছেন ।সবাইকে অনেক ধন্যবাদ।
তো চলুন আজকের টপিকের উপর আলোচনা করা যাক । আমাদের সবচেয়ে বড় অর্জন আমাদের মাতৃভাষা যা অর্জন করতে আমদের ভাইয়েরা ঢেলা দিয়েছিলো তাদের বুকের তাজা রক্ত এ রকম ইতিহাস পৃথিবীতে একটাই ।তাদের প্রতি রইলো হাজারো সালাম এবং অন্তর থেকে ভালোবাসা আল্লাহ তায়ালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসে রাখে কেননা তাদের সংগ্রামের জন্যই আজ আমরা প্রাণ খুলে বাংলায় কথা বলছি , তাদের জন্যই আপনি এই পোস্টা পড়তে পারছেন বাংলায়। আমাদের বীর শহীদদের রক্তে ভেজা বাংলা ভাষার মর্যাদা আরো বাড়িয়ে দিতে গুগলের এই প্রচেষ্টা আমরা শ্রদ্ধা জানায় গুগলকে যারা তাদের টেক্স টু স্পিচ প্রোগ্রামে বাংলা ভাষাকে দিয়েছে শীর্ষ আসন । ২১ শে ফেব্রুয়ারি আন্তর্যাতিক মাতৃভাষা দিবসে গুগল বাংলা ভাষাকে যুক্ত করে তাদের টেক্স টু স্পিচ ইঞ্জিনে ।
আর আজ ২৯ শে ফেব্রুয়ারি ভাষার মাসের শেষ দিন আর আজকে লিপিয়ারও যাচ্ছে তাই এই বিষয়ে পোস্টা না করে আর থাকতে পারলাম না । এ বিষয়ে হয়ত অনেকই ইতি মধ্যে জেনেছেন আসুন যারা জানেননা তারা সম্পুর্ন জেনেনিন আর জারা জানেন দেখেনিন তাদের জানার মদ্ধে কোন সীমাদদ্ধতা আছে কিনা।
শুরু করিঃ—–
গুগল টেক্স টু স্পিচ (Google Text to-speech) কি?
এটা এমন এক ইঞ্জিন যা আপনার লেখাকে কথায় রুপান্তর করবে ।
১। প্রথমে প্লেস্টোর থেকে গুগল টেক্স টু স্পিচ আউটপুট ইঞ্জিনটা ”ডাউনলোড করেনিন ।
স্ক্রিন সর্ট দেখে কি ভাবছেন এটার ওপেন অপশন কই ? না এটা যেহেতু কোন সাধারন এপলিকেশন নয় তাই এটা অনান্য এপ এর মতো ওপেন হবেনা এটি একটি ইঞ্জিন এটা যায়গা মতোই ইনস্টল হয়ে গেছে ।
২। এবার আপনার ফোনের সেটিংস এ যান তারপর ইনপুট এবং ভাষা অপশনে টাচ করুন একটু নিচে স্ক্রোল করুন ,টেক্স টু স্পিচ আঊটপুট এ টাচ করুন এবার এখনে দেখুন গুগল টেক্স টু স্পি ইঞ্জিন যোগ হয়েছে যদি না যোগ হয় তাহতে একটু অপেক্ষা করুন ব্যাক করে আবার যান। এবার গুগল টেক্স টু স্পি ইঞ্জিনে টীক মার্ক দিন একটা সতর্ক বার্তা দিবে ওকে করুন তার পর সেটিং আইকনে ক্লিক করুন,ভাষা বাংলা সিলেক্ট করুন তারপর ইনস্টল ভয়েসডাটাতে ক্লিক করে বাংলা ভাষাটা ডাউনলোড করে নিন। ব্যাক করে আসুন। এতু কিছু মনে রাখতে হয়ত একটু বিরক্তি বোধ চলে এসেছে আপনার ভেতর । বলতে চাচ্ছেন ভাই স্ক্রিক সর্ট দিলে ভালো হত । ভাই একটু কষ্ট করেন আমারো বিরক্ত লাগছে স্ক্রিন সর্ট দিতে 😛
আচ্ছা আরো সহজ করে দিচ্ছি এটা যাদের আমার মতো মুখস্থ শক্তি কম তারা খাতায় লিখে নিয়ে কাজ শুরু করে দিন
Settings>Language & input>Text to-output>select>click setting icon>Language>select bangali(Bangladesh)>click install voice data & install bangla language
যাক শেষ পর্যন্ত আপনি সফল ভাবে ইঞ্জিনে বাংলা ভাষা স্থাপন করে দিয়েছেন।
৩। হ্যা সবই তো করলাম এখন বাংলা লেখা কিভাবে এই ইঞ্জিন পড়ে শুনাবে আমাকে? হ্যা বলতেছি লিখতে লিখতে হাত ব্যাথ হয়ে গেল একটু চায়ে চুমুক লাগাই ১ মিনিট ওকে?
৪। এবার প্লেস্টোর থেকে ভয়েস রিডিং এপ টা ”ডাউনলোড করে নিন । ওপেন করুন
৫। “ ” আইকনে ক্লিক করুন একটা বক্স আসবে এখানে বাংলায় যা খুশি লিখেদিন অথবা কোন লেখা কপি করে পেস্ট করে দিন অথবা আপনার ড্রাইভ থেকে টেক্সট ফাইল নিয়ে আসুন তার পর ওকে করুন গুগল টেক্স টু স্পি ইঞ্জিন সিলেক্ট করে দিন ব্যস। একি প্লে বাংলায় কথা প্লে হচ্ছেনা? দেখুন portugues(Brazil) লেখা আছে ওখানে ক্লিন করে বাংলা নির্বাচন করে দিন। এবার মনের আনন্দে শুনু আপনার মাতৃভাষা গুগল টেক্স টু স্পি ইঞ্জিনের সাহায্য । মনেই হবেনা যে এটা কোন মেশিন কথা বলছে।
লিখব লিখব করে পোস্টী লেখায় হচ্ছিলনা সামনে(HSC) পরিক্ষা তাই খুব চাপে আছি। আজকে ভাষার মাসের শেষদিন তাই ভাবলাম একটা সামান্য কাজ করতে পারব না আমাকে তো এরজন্য আর রফিক,সফিক, সালাম,বরকত,যোব্বারদের মতো রক্ত ঝরাতে হচ্ছেনা ? আল্লাহর রহমতে পোস্টটি হামদুলিল্লাহ শেষ করতে পারলাম । যানিনা কতটা লিখতে পেরেছি সেট আপনাদের মুখেই শুনতে চাই। । আমার লেখার অভিজ্ঞতা আতি নগন্য কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং লেখায় কোন ভুল বা সীমাবদ্ধতা থাকলে ধরিয়ে দিবেন।
সবার মন্তব্য আশা করছি কেননা আপনার একটি মন্তব্যই পারে টিঊনারকে পর্বতি টিউনের উৎসাহ যোগাতে ।
আল্লাহ হাফেজ ।
01797532647
ধন্যবাদ
কিন্তু আমি খুজচিলাম moon reader proএর মতো একটি বাংলা pdfবই পড়ে সুনাবার মতো এপস।???