এখন দেখুন আপনার সাধারন ক্যালকুলেটরটি সায়েন্টিফিক ক্যালকুলেটরে পরিবর্তিত হয়ে গেছে।
বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েডের গতি।
এনিমেশন অফ করে সহজেই আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েডের গতি।
এজন্য প্রথমে সেটিং এ গিয়ে
Developer option এ প্রবেশ করুন।
Developer option অন করে দিন।
অতঃপর একটু নিচে গিয়ে
window animation scale.
Transition animation scale
Animator duration scale
.
এই তিনটাই অফ করে দিন।
এখন দেখুন বেড়ে গেছে আপনার ফোনের গতি।
Android ফোনের আরো কিছু টিপস পড়ুন
আজ এ পর্যন্তই।ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আপনাদের উৎসাহ পেলে অতি শিঘ্রই হাজির হব আরও মজার টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।
2 thoughts on "অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের জন্য তিনটি জটিল টিপস"