থ্রিডি ছবি ধারণ করবে আইফোনের পরের মডেল? চীনা এক ফোরাম ফাঁস হওয়া কিছু ছবি তেমন ইঙ্গিতই করছে। আর নতুন প্রকাশিত ওইসব ছবির বদৌলতে একেই আসন্ন আইফোন ৭ প্লাস-এর সম্ভাব্য সবচেয়ে বড় ফিচার বলে টিউমেন্ট করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
ছবিটিতে দেখানো হয়েছে আইফোনের কেসিংয়ে একটি বড় ক্যামেরা স্লট রয়েছে, যা দেখে ডুয়াল-লেন্স ক্যামেরা স্থাপন করার ধারণা পাওয়া যায়। ফোনটির ক্যামেরাকে আরও উন্নত করা, এমনকি ক্যামেরাতে ত্রিমাত্রিক ছবি ধারণ করার সুবিধা দেওয়াই এমন ফিচারের উদ্দেশ্য হতে পারে।
ডুয়াল-লেন্স ক্যামেরা শুধু আইফোন ৭ প্লাস-এই পাওয়া যাবে নাকি এর ছোট সংস্করণ আইফোন ৭-এও থাকবে তা এখনো নিশ্চিত নয়।
‘কেউ কেউ দাবি করছেন’ ডুয়েল-লেন্স ফিচারটি শুধু আইফোন ৭ প্রো নামের বিশেষ সংস্করণেই থাকবে, যা আইফোন ৭ প্লাস-এর উন্নত সংস্করণ হবে আর এতে অন্যান্য আরও কিছু ফিচার থাকবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ছাড়া আইফোন ৬-এর মতোই একটি হ্যান্ডসেট দেখানো হয়েছে, যার প্রান্তগুলো একটু গোলাকার এবং আইফোন ৬ এবং ৬এস এর মতো ডিভাইসটির পেছনের অ্যান্টেনা লাইনগুলো এতে দেখা যায়নি।
‘কেউ কেউ দাবি করছেন’ ডুয়েল-লেন্স ফিচারটি শুধু আইফোন ৭ প্রো নামের বিশেষ সংস্করণেই থাকবে, যা আইফোন ৭ প্লাস-এর উন্নত সংস্করণ হবে আর এতে অন্যান্য আরও কিছু ফিচার থাকবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ছাড়া আইফোন ৬-এর মতোই একটি হ্যান্ডসেট দেখানো হয়েছে, যার প্রান্তগুলো একটু গোলাকার এবং আইফোন ৬ এবং ৬এস এর মতো ডিভাইসটির পেছনের অ্যান্টেনা লাইনগুলো এতে দেখা যায়নি।
Android অথবা Java ফোনের যে কোন সমস্যার সমাধান এখুনি পড়ুন