[Experimental][Trick] আপনার কি রাতে সহজে ঘুম আসে না? – নিয়ে যান এই সুন্দর ট্রিক by Riadrox
Introduction
## সারাদিনের এত ব্যস্ততার পর রাতে যদি একটু শান্তির ঘুম না হয় তাহলে পরের দিনটা শুরু হয় মেজাজ খারাপ হয়ে।
## সত্যি ঘুম কম হলে কোনো কাজে সহজে মনোযোগ আনা যায় না।
## আজ আমি যে ট্রিক টা দিব তা কোনো ডাক্তারি পরামর্শ নয়, নয় কোনো ঔষধ, নয় কোনো আরাম দায়ক বিছানা, শুধু ছোট একটা এপস।
## এই এপের মাধ্যমে ঘুম কিভাবে আসবে এইটাই তো প্রশ্ন! তাই না?
## আমি আজ সেই ট্রিক দিব, যা আমার তৈরি এবং এর আগে কাউকে শেয়ার করিনি, এমনকি বন্ধুদেরকেও না।
,
,
,
,
,
,
,
পদ্ধতিঃ
## প্রথমে এপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
## এবার ঘুমাতে যান। লাইট অফ করে, ফ্যান থাকলে খুব জোরে কিংবা খুব আস্তে।
## কোনো আলো যেন না থাকে।
## কানে ইয়ারফোন লাগান।
## দুই কানেই। এবার রিলাক্স হয়ে শুয়ে পড়ুন।
## এবার ফোনের এপটি ওপেন করুন।
## দেখবেন অনেকগুলো সাউন্ড সোর্স।
## আপনার পছন্দমত যেকোনো একটাই ঢুকুন – যে ইফেক্টের শব্দ শুনে আপনার গাঁ শিউরে উঠবে বা লোম একটু খাড়া হবে বুঝবেন ঐটাই আপনার ঘুম আসার কাজ করবে।
## উদাহরনসরুপ আমি প্রথম ইফেক্টের কথা বলি।
## প্রথম টায় ঢুকে আপনার সহনীয় সাউন্ড দিন। আর এটায় ক্লিক করে 50% এর কম করে দিন, নয়ত ঘুম ধরবে না। চাইলে বেশিও দিতে পারেন। আপনার ঘুম আর আমার ঘুম এক নাও হতে পারে।
## এরপর এই বাটনে ক্লিক করে সময় দিন ১০/১৫ মিনিট, নয়ত সকালে উঠে দেখবেন সারারােত এপ সব চার্জ খেয়ে ফেলেছে।
## দেখবেন আপনিনকখন যে ঘুমিয়ে পড়েছেন।
এটা একটা এক্সপেরিমেন্টাল পোস্ট। আজ রাতে সবাই আমার ট্রিকটা কাজে লাগাবেন। আমার মত আপনাদেরও কাজ হয় কিনা তার পরিক্ষা এটা।
আশা করি ৭০% এর বেশি লোকের কাজে দিবে।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
আমার সব পোস্টের আপডেট পেতে লাইক দিন
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox
[ur1=http://mobile.facebook.com/noyon.khan.94617999?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fhome.php&refid=8]My.. ♥..Fb.[/ur1]
2….Wapka problem, slowly download..