আজ আপনাদের জন্য এমন এক মিউজিক প্লেয়ার নিয়ে এসেছি যা সবার ভাল লাগবে গ্যারাজ।প্লে ষ্টোর এ এর মূল্য $৩.৪৫।

latest+premium version!!!! (

গান শুনার ক্ষেত্রে প্লেয়ার খুব গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে।প্লেয়ার যদি ভাল না হয় তাহলে গান শুনে মজা ও পাওয়া যায় না।আবার প্লেয়ার যদি পেইড না হয় তাহলে আবার মনে শান্তি পাওয়া যায় না। তাই সব দিক বিবেচনা করে আপনাদের জন্য এই প্লেয়ার টি নিয়ে এলাম।ব্যাবহার করে দেখুন।

App name: Shuttle+ Music Player.apk
size:5mb

প্লে স্টোর এ এর রেটিং ৪.৬/৫ মানে কত ভাল বুঝতে পারছেন।

চলুন কিছু Feature দেখে নিনঃ

-একসাথে সব গুলা ফোল্ডার ব্রাউজ করতে পারবেন।
-গান প্লে লিস্ট এ এড করতে পারবেন।
-Drag n drop করে গান প্লে করতে পারবেন এই ফিচার টা আপনারা পিসি তে দেখেছেন।
-কতক্ষণ পর গান বন্ধ হবে সেট করতে পারবেন।
-সুন্দর লক স্ক্রিন।
-Tag edit করতে পারবেন।
-ফোনের সাউন্ড থেকে ও ২গুন জোরে গান প্লে করতে পারবেন।
-ইচ্ছা মত equalizer edit করতে পারবেন।
-অনেক সুন্দর  UI পাচ্ছেন।
-lyrics সার্চ তো থাকছেই

আরো অনেক ফিচার আছে ব্যাবহার করে দেখুন।

 Download link: click here

(N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন)

Leave a Reply