আমরা অনেকেই লিমিটেড MB ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা ৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক ও ব্যবহার করি। কিন্তু সমস্যা হল আমরা যখন নেট ব্যবহার করি তখন খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের টাকা কাটে।। এই সমস্যায় কেউ পরেন নি এমন লোক খুজে পাওয়া মুস্কিল। তো এই সমস্যায় যারা পরছেন তারা সমাধান নিন।

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন (মাত্র ৯০০ কেবি)

[Click Here to Download File Now]

এখন ইনস্টল করে ফেলুন। তারপর ওপেন করে সেটিং এ যান। তারপর Limit To (যেখানে Unlimited লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন। এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা। এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে গেছে। কোন অপারেটর এর বাবাও টাকা কাটতে পারবে না।

Stay With Trickbd.Com

4 thoughts on "আপনার ফোনের MB শেষ হলেই টাকা কেটে নেয়? নিয়ে নিন সমাধান [Only এন্ড্রয়েড ইউজার]"

  1. trickbdd Subscriber says:
    eta mobiler maddhomei kora jai
  2. Sk Rasel Contributor says:
    vai screenshort dia dile valo hoito.
  3. UC, Firefox এ কাজ করছে না। প্রচুর AD সবগুলাতেই ক্লিক করলাম
    Not working…..

Leave a Reply