১) নতুন মোবাইল কিনে কম
পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।

২) খুব বেশী দরকার
না হলে ভাইব্রেশন
ব্যবহার করবেন না।
ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ
ফুরায়।

৩) ব্যাটারীর
সম্পূর্ণ চার্জ
শেষ হয়ে গেলে চার্জ দিন।

৪)ফুল চার্জ
না হওয়া পর্যন্ত মোবাইল চার্জ

দিন।

৫) মোবাইলের ব্রাইটনেস
কমিয়ে রাখুন।

৬) অতিরিক্ত
চার্জ
ব্যাটারীরর জন্য ক্ষতিকর।

৭) সব সময়
সেটের অরিজিনাল চার্জার
ব্যবহার করুন।

৮) খুব
বেশী দরকার
না হলে ফোন রির্স্টাট করবেন
না।

৯) অকারণে ব্লু-টুথ অন
করে রাখবেন না।

১০)নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ

করলেও
বেশি ব্যাটারি ক্ষয়।
সুতরাং এটি থেকে বিরত
থাকুন।

>> দয়া করে গরীব এর সাইট থেকে একবার ঘুরে যান http://PostMaza.Com <<

5 thoughts on "মোবাইল ফোনের ব্যাটারি রক্ষায় 10 টি টিপ্স। ব্যাটারি রক্ষা করতে চাইলে দেখে নিন"

  1. Rashed Khan Contributor says:
    গরিবের সাইড গুখানায় ফেল, পোস্টমাজা ফালতু সাইড, সব পোস্ট কপি পেস্ট করা ।
    1. Rouf Subscriber Post Creator says:
      please. bro mind your language
    2. Rashed Khan Contributor says:
      পোস্টের নিচে সাইডের নাম দেখলে আমার মাথা গরম হয়ি যায়
  2. Rouf Subscriber Post Creator says:
    আপনি এই কারনেই তো টিউনার শিপ পান না…

    ভাই আপনার ব্যাবহার ভাল করবেন. …

    1. Rashed Khan Contributor says:
      আমি স্মাম করা মোটেও পছন্দ করি না। আর এটাই কি আমার দোষ? এর জন্যই কি রানা বাই আমার টিউনার করে না?

Leave a Reply