আসসালামু আলাইকুম,

আপনারা কেমন আসেন? আজকে PixelLab Emboss সমস্যা সমাধান নিয়ে আসলাম। এই কাজ টি করলে যেকোনো ফোনে কাজ করবে গ্যারান্টি সহকারে বলতে পারি।

এই কাজ সমাধান করার জন্য একটি App প্রয়োজন সেইটার নাম হলো App Cloner। এই ছাড়া আপনারা কাজ টি করতে পারবেন না। আমি Post নিচে ডাউনলোড লিংক দিয়ে দিবো App টি ডাউনলোড করেন নিবেন।

১মে App Cloner টি ডাউনলোড করে নিবেন। করার ওপেন দিবেন, Open করার পর নিচের স্ক্রীনশটে দেখুন

১/ আপনার Pixellab টি এখানে Show করবে (যদি না করে তাহলে স্ক্রোল করে খুঁজে নিবেন) করার পর ক্লিক দেন Pixellab উপর

২/ স্ক্রোল করে Developer Options ক্লিক দিন।

৩/ Andorid versoin ক্লিক দেন

৪/ এখানে যেগুলা Mark করা আছে ওগুলো Same ভাবে আপনার App Cloner লিখুন। আর যেগুলা মার্ক করার নাই ওগুলো কিছু লিখার দরকার নাই।তার পর OK তে ক্লিক দেন।

৫/ Back দিয়ে Cloning Option ক্লিক দিন

 ৬/ Open হওয়ার পর Mark করা জায়গায় Click দেন দিয়ে Manifest ক্লিক দেন।

 ৭/ Mark করা Option গুলো On করে দেন

৮/ Scroll করুন তার পর Safe Mod Option On করে দেন। কাজ শেষ । এখন App Download করার পালা।Back দিয়ে নিচের স্ক্রীনশট গুলো দেখুন

 ৯/ Mark করা টিক দেওয়া Button ক্লিক দিন

 ১০/ Don’t Show Again ক্লিক দিয়ে OK করে দেন

১১/ কিছুক্ষন অপেক্ষা করার পর এই রকম আসলে Install App ক্লিক দেন ।

১২/ যদি এই রকম আসে Setting ক্লিক দিয়ে যে option নিয়ে যাবে On করে দেন।

 ১৩/ Install দিয়ে দিন। এখন দেখুন আপনার Emboss টি কাজ করেছে।

App Cloner Direct Download Link: Click Here

✨ যদি কাজে লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বলবেন সমাধান করে দিবো। Next কি নিয়ে আর্টিকেল লিখবো জানতে ভুলবেন না কিন্তু ।

TrickBD সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।??

 

4 thoughts on "PixelLab Emboss সমস্যা সমাধান ??"

  1. imriyad Contributor says:
    app cloner 2.13.x er porer version gula pawa jay kothao?
    1. Xadik Ahmed Contributor Post Creator says:
      Idk. Amr Android 13 Jonno App Cloner 1.5.32 mane ami Ze Cloner Dici Oita Use Kori & And Oita Diya Hoise
  2. Abdus Sobhan Author says:
    ধন্যবাদ
    1. Tahmid6521 Contributor Post Creator says:
      Welcome

Leave a Reply