Hello World!

কি অবস্থা সবার? আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।

এই পোস্টটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার ফোনকে পিসি দিয়ে এবং পিসিকে ফোন দিয়ে একইসাথে কানেক্ট করে কতটা Advanced ভাবে কতকিছু করা যায়।

এর মাধ্যমে আপনি

(১) File Send & Receive করতে পারবেন।

(২) Slideshow Remote Control করতে পারবেন।

(৩) Multimedia Control করতে পারবেন।

(৪) Remote input করতে পারবেন।

(৫) যেকোনো ধরনের Command Run করতে পারবেন।

(৬) আপনার সম্পূর্ন Clipboard আদান প্রদান করতে পারবেন।

(৭) Sms send & receive করতে পারবেন।

(৮) Notification আদান প্রদান করতে পারবেন।

(৮) Photos আদান প্রদান করতে পারবেন।

(৯) System Volume Control করতে পারবেন।

(১০) আপনার ফোনকে বড় স্ক্রিনের রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন।

(১১) আপনার ফোনের সমস্ত Contacts Backup & Share করতে পারবেন।

(১২) আপনার ফোনকে খুজে পেতে পারবেন হারিয়ে বা চুরি হয়ে গেলে খুব সহজেই।

(১৩) এতে রয়েছে Mouse receiver, notification sync, remote keypress receiver, telephony notifier etc

এগুলো সবই আপনার আপনার ফোনের সাহায্যে পিসিতে এবং পিসির সাহায্যে ফোনে করতে পারবেন। এটা মূলত Microsoft এর Link App টির Advance App বলা যায়।

যেখানে Link App টিতে মাত্র কয়েকটা ফিচারই রয়েছে মানে মাত্র কয়েকটা কাজই করা যায় সেখানে এখানে আপনি সমস্ত কিছু একইসাথে Control করতে পারবেন।

এর জন্যে আপনার লাগবে :

(১) একটি Android Device & একটি Pc

(২) Local Area Network বা Wifi এ connected থাকা লাগবে দুটি ডিভাইস।

(৩) একটি App যার লিংক :

Mobile : KDE CONNECT

Pc : KDE CONNECT

এরপর যা যা করবেন :

(১) প্রথমে App দুটি দুই ডিভাইসে Install করে নিন।

Side Note : App টি আপনি Android, Linux, Windows, Plasma Mobile, Sailfish OS, macOS, iOS সব কিছুতেই ব্যবহার করতে পারবেন।

(২) Open করুন দুটি ডিভাইসেই।

(৩) Pair New Device এ ক্লিক করুন এবং Pair করে নিন দুটি device কে।

(৪) এবার আপনার ফোনের সকল Permission দিয়ে দিন আর ইচ্ছামতো ব্যবহার করতে থাকুন।

নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…

3 thoughts on "আপনার ফোনকে Pc দিয়ে এবং Pc কে ফোন দিয়ে Control করে Advance ভাবে ব্যবহার করুন (Super Easy!)"

  1. Sodium_Chloride Contributor says:
    dui device e Net connected thaka lagbe??
    1. Sodium_Chloride Contributor says:
      ohh haa kheyal kori nai dukkhito
  2. Alaminitbd Contributor says:
    Vidiq extention pro version কারো কাছে থাকলে বইলেন

Leave a Reply