Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » অ্যাপ ছাড়াই যেকোনো VIVO ও IQOO স্মার্টফোনের ব্যাটারি হেল্থ দেখুন

অ্যাপ ছাড়াই যেকোনো VIVO ও IQOO স্মার্টফোনের ব্যাটারি হেল্থ দেখুন

ব্যাটারি হেলথ জিনিসটা একটা ফোনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে ফোনের ব্যাটারি ব্যাকআপ নির্ভর করে ফোনের ব্যাটারি হেল্থ -এর উপর। এই ব্যাটারি হেল্থ ফিচারটা সর্বপ্রথম আইফোনে এমপ্লয়মেন্ট করা হয়েছিল। বিশেষ করে অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন গুলোতে ব্যাটারি হেলথ চেক করা যেত না।

Android ফোনে ব্যাটারি হেল্প চেক করার জন্য বিভিন্ন থার্থ পার্টি অ্যাপ ব্যবহার করা লাগতো। এই বিষয়টা অনেকদিন ধরে চলছিল। কিন্তু সর্বশেষ গুগলের পিক্সেল ফোন গুলাতে ব্যাটারি হেল্প চেক করা অপশন চালু হয়েছে। এমনকি ব্যাটারিতে কতবার চার্জ ডিসচার্জ করা হয়েছে তাও দেখা যায়।

কিভাবে চেক করবেন ব্যাটারি হেলথ? আপনার vivo ও iqoo স্মার্টফোনগুলোতে।

– আপনার ফোনের সেটিং অপশনের ঢোকার পর ব্যাটারি সেটিং এ যান।

– ব্যাটারি সেটিংস এ Battery health and charging (View battery health status and charging settings) অপশন পেয়ে যাবে। ওইটাতে ক্লিক করে ব্যাটারি হেল্থ দেখতে পারবেন।

– ওইখানে দেখেন লেখা আছে “Maximum battery capacity” ওইটাই মূলত ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা ব্যাটারি হেলথ।

অনেক vivo অথবা IQOO স্মার্টফোনের ব্যাটারি হেল্থ অপশনটা নাও থাকতে পারে। কারণ, আপনার ফোনের সফটওয়্যার Funtouch OS 14 তে আপডেট করা নাই।

যাদের ফোন সফটওয়্যার আপডেট করেন নাই। তারা আপডেট করে ফেলতে পারেন। আর যাদের ফোন সফটওয়্যার Funtouch OS 14 আপডেট আসেনি। তাদের ট্রায়াল ভার্সন অন করতে হবে। ট্রায়াল ভার্সন অন করে আপডেট নাউতে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে।

ট্রায়াল ভার্সন ফোন করে সফটওয়্যার আপডেট করা টিউটোরিয়াল এখানে দেখুন। এতে ফোনের ক্ষতি হবে কিনা? ট্রায়াল ভার্সনের জন্য ফোনের কোন ক্ষতি হবে না। আমি নিজেও ট্রায়াল ভার্সন অন করে, সেট আপডেট দিয়েছি কোন সমস্যা হয়নি। এভাবে আপডেট করতে না চাইলেও সমস্যা নেই, কয়েকদিন পর সবার ফোনে আপডেট এসে যাবে। আপডেটের পর এ ফিচারটা সব ফোনে পাবেন।

11 months ago (Dec 28, 2023)

About Author (16)

Oliur Rahman
author

I'm just a regular guy who loves tech stuff. I enjoy figuring out how things work in the digital world. Let's explore and have fun with technology together! ✨ My Website BDTechX.com ?

Trickbd Official Telegram

4 responses to “অ্যাপ ছাড়াই যেকোনো VIVO ও IQOO স্মার্টফোনের ব্যাটারি হেল্থ দেখুন”

  1. Shakib Expert Author says:

    vivo r 2023 er device chara baki kono device ei dekha jabe nah mone hoy

    • Oliur Rahman Author Post Creator says:

      যে ফোনগুলোতে এই ফিচার থাকবে: Vivo X90,
      Vivo X90 Pro,
      Vivo X80 Pro,
      Vivo X80,
      Vivo V29 Pro,
      Vivo V29,
      Vivo V27 Pro,
      Vivo V27,
      Vivo X70 Pro+,
      Vivo X70 Pro,
      Vivo X70,
      Vivo V29e,
      Vivo V25 Pro,
      Vivo V25,
      Vivo T2 Pro 5G,
      Vivo Y100,
      Vivo T2 5G,
      Vivo T2x 5G,

  2. M. M. Anik Contributor says:

    নির্দিষ্ট কিছু মডেলের ফোন ছাড়া সব মডেলে নেই।

    আর আপনারা এতোকিছু বোঝেন অথচ ফিচার আর ফিউচারের পার্থক্য কেন বোঝেন না এটাই আমার বুঝে আসে না।

    Future=ফিউচার=ভবিষ্যৎ
    Feature=ফিচার=বৈশিষ্ট্য

    • Oliur Rahman Author Post Creator says:

      Funtouch OS 14 এর আপডেট যে সব ফোন পাবেনা সেগুলোতে এ ফিচারটা থাকবে না

Leave a Reply

Switch To Desktop Version