আস্সালামুয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের শিখাব আপনি
কি করে অন্যের মুবাইলের মাধ্যমে Wifi. দিয়ে নেট চালাবেন।
তো শুরু করক যাক আমার Tutorial.
তো প্রথমে আপনি যার মুবাইল দিয়ে নেট চালাবেন
তার মুবাইলের Setting এ যান
Sshot টা দেখুন।
তার পর More এ ক্লিক করেন

তার পর Tethering & portable hotspot এ

যান। নিচের Sshot টা দেখুন।

তার পর Hotspot টা On করে দেন।

তার পর মুবাইলে Data Connection On করেন।
এখন আপনি যে মুবাইল দিয়ে নেট চালাবেন
সেই মুবাইলের Wifi On করেন।
Wifi এর ভিতরে যান প্রথমে দেখেন ১ টা অপ্সন
আসছে ওটার ওপর ক্লিক করে Connected করে দেন।
আর আরামছে Net চালাতে থাকেন।
এই যে Copy Master Copy করলে অবশ্যয়
Credit দিবেন। ধন্যবাদ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আর বানানে যদি কোন ভুল
থাকে শুদ্ধ করে পরে নিবেন।

4 thoughts on "অন্যের মুবাইলের মাধ্যমে আপনি Wifi দিয়ে নেট চালান১০০% Working [Android User]"

  1. AT ashik Contributor says:
    প্লিজ রানা ভাই আমাকে টিউনার করেন।আমি অনেকগুলি নতুন পোষ্ট করেছি।।।এবং আশা করি এগুলি দরকারি পোষ্ট।এগুলো থেকে অনেক কিছু শিখার আছে।তাই প্লিজ রানা ভাই আমাকে টিউনার করে দেন।
    1. PrInCe OnToR Author says:
      ভাইয়া আপনি পোস্ট করে জান। আমিও কিছুদিন আগে Author হয়েছি আশা করি তারাতারি Authoe হবেন আপনি পোস্ট চালিয়ে জান ব্রো।
  2. Shahadat Hossain Pranto Contributor says:
    এটা সবাই জানে ব্রো
  3. Apon Author Post Creator says:
    সবাই নাও জানতে পারে যার জন্য পোষ্ট করলাম bro.

Leave a Reply