আসসালামু আলাইকুম ভিউয়ারস!
কেমন আছেন সবাই?
আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাব :-
কিভাবে কোন মুভি কোন OTT প্ল্যাটফর্ম এ রিলিজ হয়েছে , কোথায় ফ্রি তে দেখা যাবে, কোথায় পেইড , কখন রিলিজ হয়েছে সেটা দেখবেন একটি ওয়েবসাইট এর সাহায্যে ।
তো চলুন শুরু করি!
প্রথমে chrome ব্রাউজার ওপেন করুন ।
তারপর সার্চ করব JustWatch লিখে।
আপনাদের সুবধার্থে ওয়েবসাইট লিংক : https://justwatch.com
তারপর এরকম শো করবে । এখান থেকে Accept all এ ক্লিক করুন।
নিচে আসলে দেখবেন Asia এর মধ্যে বাংলাদেশ নেই। সমস্যা নেই । এখান থেকে India ক্লিক করবেন।
এরকম পেইজ ওপেন হবে। এখান থেকে Popular এ আপনি অনেক মুভি পেয়ে যাবেন।
আপনার কাঙ্খিত মুভি সার্চ করতে Search এ ক্লিক করুন
তারপর এখানে আপনার মুভির নাম লিখুন।
দেখুন চলে এসেছে ।
এখানে দেখুন Best Price , Free , SD , HD ইত্যাদি শো করছে।
এখানে বেস্ট প্রাইস এ দেখুন কোথায় কোথায় মনে কোন OTT তে আপনাকে সাবস্ক্রিপশন কিনে দেখতে হবে ।
এবার আমি ফ্রি তে ক্লিক করলাম। দেখুন Salaar মুভিটি ফ্রীতে দেখা যাবে Apple TV + এ ট্রায়াল নেওয়ার মাধ্যমে।
এভাবেই আপনার কাঙ্খিত মুভি কোন OTT প্ল্যাটফর্ম এ রিলিজ হয়েছে , কোথায় ফ্রি তে দেখা যাবে দেখে নিতে পারেন ।
আজ এই পর্যন্তই!
যেকোনো রকম প্রিমিয়াম জিনিস ফ্রীতে পেতে জয়েন করুন আমার টেলিগ্রাম চ্যানেল এ
ধন্যবাদ !
Thanks for your Feedback