আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে টপিকে কি থাকছে টাইটেল দেখে তা ইতোমধ্য বুঝে গেছেন তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।

App Mod নিয়ে বেশ কিছু পোস্ট আমার করা আছে যদি সেগুলো দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। এতে করা আজকের পোস্টটি আপনার জন্য অনেক সহজ হবে।

এই এ্যাপটি ডাউলোড হয়েছে প্রায় ১০০ মিলিয়ন + তো বুঝতেই পারছেন এ্যাপটি কেমন?

[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]

  • প্রথমে Play Store থেকে এ্যাপটি ডাউনলোড করুন এবং MT Manager ওপেন করুন ও আপনার এ্যাপটি Extract করুন।

  • Extract করার পর নিচে APKS নামের ফাইল চলে এসেছে ওটা APK বানাতে হবে।

  • APK বানানোর জন্য NP Manager ওপেন করুন ও M2 নামের ফোল্ডারে চলে যান।

  • M2 ফোল্ডারে গিয়ে দেখুন APKS ফাইলটিতে ক্লিক করুন এবং Convert to Apk তে ক্লিক করে কনর্ভাট করুন।

  • Convert হয়ে গেলে MT Manager ফিরে গিয়ে Convert কৃত ফাইলটিতে ক্লিক করে View করুন।

  • View করার পর নিচে দেখুন Classess.dex ফাইল দেখতে পাবেন যে কোন একটিতে ক্লিক করুন।

  • এখন Dex Editor Plus সিলেক্ট করুন।

  • নিচ থেকে Select all & ok করুন।

  • এরপর Strings থেকে Filter এ ক্লিক করুন একটি বক্স ওপেন হবে ওখানে Premium লিকে ওকে করুন।

  • নিচে দেখুন একটি কোড চলে এসেছে subs_premium_year ওটাতে ক্লিক করুন।

  • subs_premium_year লিখাতে ক্লিক করে Search করুন।

  • এখন নিচে যেই কোড এসেছে ওটাতে ক্লিক করুন।

  • এখন নিচে আপনার প্রিমিয়াম কোডটি দিয়ে দিন। Premium code is: const/4 v0, 0x1

  • এরপর একটি নিচের দিকে যান গিয়ে দেখুন booleanValue তার নিচে প্রিমিয়াম কোডটি বসিয়ে দিন। Premium code is: const/4 p1, 0x1

  • কোড গুলো বসানো হয়ে গেলে সেভ করুন ও Install করুন।

  • Install করার পর যা যা পারমিশন চায় দিয়ে ওপেন করে দেখুন প্রিমিয়াম হয়ে গেছে।

যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

Join Our Telegram Channel

Join Our Discussion Group

 

6 thoughts on "Launcher 15 কিভাবে Premium বানিয়ে নিবেন। [Premium Trick]"

  1. sakibhes Contributor says:
    ভাই playit premium lagbe হয় ট্রিকবিডি তে পোস্ট করেন না হয় টেলিগ্রামের গ্রুপের এ পোস্ট করেন
    1. trickbdforme Author Post Creator says:
      ঠিক আছে, কিছু দিন অপেক্ষা করুন।
  2. sakibhes Contributor says:
    এমন কি কোন ওয়েবসাইট/অ্যাপ আছে যেটা দিয়ে পাসওয়ার্ড নিজের মতো করে পাসওয়ার্ড genarete করতে পারবো
    Example:112277??
    এটা একটি WiFi এর পাসওয়ার্ড আমি 6টা পাসওয়ার্ড জানি আর 2টা পাসওয়ার্ড genarete করবো কীভাবে
    I mean ওই 6টা পাসওয়ার্ড থাকবে+2 টা পাসওয়ার্ড যোগ হবে
    জানা থাকলে প্লিজ contact me teligram
    @Whoisyoi
    Or reply
  3. babusalim Contributor says:
    Eta ki asolei iphone lanxger full uae hbe
    1. trickbdforme Author Post Creator says:
      vai eta theme, shudhu matro onovob korte parben, original Onovoti Nithe chaile iPhone kena lagbe.

Leave a Reply