আসসালামু আলাইকুম!

 

আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা WindScribe VPN free 30 GB data ক্লেইম করবেন ।

 

NOTE: এই মেথড টি যেকোনো সময় এক্সপায়ার হয়ে যেতে পারে ।

 

প্রথমে আপনাদের যেতে হবে তাদের সাইন-আপ পেইজে।

 

http://Windscribe.com/signup

 

 

এখানে একটি একাউন্ট ক্রিয়েট করে নিবেন । অবশ্যই ক্যাপচা কোড টি ফিলআপ করবেন। এক্ষেত্রে টেম্প মেইল ব্যবহার করতে পারেন ।

 

https://emailnator.com

 

 

একাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এইরকম একটি পেইজ ওপেন হবে । এখান থেকে my account এ ক্লিক করুন।

 

 

দেখুন তারা আপনার মেইলে ভেরিফিকেশন লিংক পাঠিয়েছে ।

 

মেইল ওপেন করুন।

 

Confirm Email (for 10GB) এখানে ক্লিক করুন ।

 

 

ভেরিফিকেশন ডান।

 

 

দেখুন মেইল ভেরিফাই করার জন্যে আপনাকে ১০ জিবি ফ্রি দিয়েছে ।

এবার আমাদের আরো ২০ জিবি দরকার ।

 

 

 

এখান থেকে Claim Voucher ক্লিক করুন।

 

 

ISRA2023  – এটা কপি করে পেস্ট করে দিন ।

[ভাইউচার টি যেকোনো সময়ে এক্সপায়ার হয়ে যেতে পারে]

 

তারপর ক্লেইম এ ক্লিক করুন।

 

 

হয়ে গেছে ।

 

 

দেখুন এখন আপনার একাউন্টে টোটাল ৩০ জিবি আছে।

 

তো আজ এই পর্যন্তই।

 

যেকোনো রকমের প্রিমিয়াম জিনিস ফ্রীতে পেতে জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে 

 

Join AndTricksBD

 

রমযানুল মোবারক !

27 thoughts on "WindScribe VPN ফ্রী ৩০ জিবি ডাটা নিয়ে নিন । মেথড এক্সপায়ার হওয়ার আগেই ক্লেইম করুন।"

  1. Avatar photo sadnan1122 Contributor says:
    এমবিগুলো কোন কাজে লাগবে?
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      Premium Fractures use korte parben
  2. sakibhes Contributor says:
    এমবি টা শুধু দেখাবেই না কোন কাজে লাগবে
    I mean use korbo kivabe
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      সহজ করে বললে, Windscribe ফ্রি Bandwidth প্ল্যানে, আপনি এক নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এটি আপনার কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং এটি আপনাকে ইন্টারনেটে নিরাপদে ঘুরতে, পাবলিক ওয়াই-ফাই নিরাপদে ব্যবহার করতে এবং আপনি যে দেশে না থাকলেও সে দেশের সীমাবদ্ধ সামগ্রী দেখতে দিবে। সংক্ষেপে, এটি আপনার ইন্টারনেট কার্যকলাপ গোপন রাখে এবং আপনাকে নিরাপদে ব্রাউজ করতে সাহায্য করে।
      আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
    2. Abdur Rahman Abdur Rahman Contributor says:
      জী জানি। আপনি একজনকে বললেন যে প্রিমিয়াম ফিচারস ব্যবহার করতে পারবেন। সেই জন্যেই অবাক হয়ে জিজ্ঞাসা করেছি যে আপনি সিওর তো? আপনি এটা জানতেন না। আমি বুঝেছিলাম। যায় হোক, পোস্ট করার আর কমেন্ট রিপ্লাই এর জন্য ধন্যবাদ।
  3. iamrakibmia Author says:
    কিসের এমবি?
    কী করা যায় এই এমবি দিয়ে?
    বিস্তারিত লিখেন
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      এগুলো আমার লেখার কথা না, আপনি যদি জানেন এই এমবি বা ডাটা দিয়ে কি করে তবেই পোস্ট এ ক্লিক করবেন অথবা এপ্লাই করবেন । আমি শুধু মেথড টাই শেয়ার করেছি
    2. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      সহজ করে বললে, Windscribe ফ্রি Bandwidth প্ল্যানে, আপনি এক নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এটি আপনার কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং এটি আপনাকে ইন্টারনেটে নিরাপদে ঘুরতে, পাবলিক ওয়াই-ফাই নিরাপদে ব্যবহার করতে এবং আপনি যে দেশে না থাকলেও সে দেশের সীমাবদ্ধ সামগ্রী দেখতে দিবে। সংক্ষেপে, এটি আপনার ইন্টারনেট কার্যকলাপ গোপন রাখে এবং আপনাকে নিরাপদে ব্রাউজ করতে সাহায্য করে।
      আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
  4. Abdur Rahman Abdur Rahman Contributor says:
    প্রিমিয়াম সার্ভার কি আসলেই ব্যবহার করা যাবে? আপনি সিওর?
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      এগুলো আমার লেখার কথা না, আপনি যদি জানেন এই এমবি বা ডাটা দিয়ে কি করে তবেই পোস্ট এ ক্লিক করবেন অথবা এপ্লাই করবেন । আমি শুধু মেথড টাই শেয়ার করেছি
    2. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      সহজ করে বললে, Windscribe ফ্রি Bandwidth প্ল্যানে, আপনি এক নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এটি আপনার কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং এটি আপনাকে ইন্টারনেটে নিরাপদে ঘুরতে, পাবলিক ওয়াই-ফাই নিরাপদে ব্যবহার করতে এবং আপনি যে দেশে না থাকলেও সে দেশের সীমাবদ্ধ সামগ্রী দেখতে দিবে। সংক্ষেপে, এটি আপনার ইন্টারনেট কার্যকলাপ গোপন রাখে এবং আপনাকে নিরাপদে ব্রাউজ করতে সাহায্য করে।
      আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
  5. Avatar photo Limon Sarkar Contributor says:
    সুন্দর পোস্ট 😍🔥
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      Thanks for your feedback 😃
  6. Avatar photo Moniruzzaman_Sohel Contributor says:
    It’s not windscribePro, so u can’t use the premium servers.
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      এগুলো আমার লেখার কথা না, আপনি যদি জানেন এই এমবি বা ডাটা দিয়ে কি করে তবেই পোস্ট এ ক্লিক করবেন অথবা এপ্লাই করবেন ।
    2. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      সহজ করে বললে, Windscribe ফ্রি Bandwidth প্ল্যানে, আপনি এক নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এটি আপনার কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং এটি আপনাকে ইন্টারনেটে নিরাপদে ঘুরতে, পাবলিক ওয়াই-ফাই নিরাপদে ব্যবহার করতে এবং আপনি যে দেশে না থাকলেও সে দেশের সীমাবদ্ধ সামগ্রী দেখতে দিবে। সংক্ষেপে, এটি আপনার ইন্টারনেট কার্যকলাপ গোপন রাখে এবং আপনাকে নিরাপদে ব্রাউজ করতে সাহায্য করে।
      আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
  7. Avatar photo apuhasan29 Contributor says:
    30 GB এটা কি ডাটা wife ছাড়া চলবে?
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      সহজ করে বললে, Windscribe ফ্রি Bandwidth প্ল্যানে, আপনি এক নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এটি আপনার কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং এটি আপনাকে ইন্টারনেটে নিরাপদে ঘুরতে, পাবলিক ওয়াই-ফাই নিরাপদে ব্যবহার করতে এবং আপনি যে দেশে না থাকলেও সে দেশের সীমাবদ্ধ সামগ্রী দেখতে দিবে। সংক্ষেপে, এটি আপনার ইন্টারনেট কার্যকলাপ গোপন রাখে এবং আপনাকে নিরাপদে ব্রাউজ করতে সাহায্য করে।
      আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
  8. আপনি আপনার পোস্টে বলেন নাই এই ৩০ জিবি খাওয়া যাবে নাকি মাথায় দেওয়া যাবে।
    আপনি অনেকের কমেন্টের রিপ্লে দিতেছেন, আপনি যদি জানেন এই এমবি বা ডাটা দিয়ে কি করে তবেই পোস্টে ক্লিক করতে। তার মানে কি যারা জানবে না, তারা পোস্টে ক্লিক করতে পারবে না?
    মানে জানার আগ্রহ থেকেও পোস্ট দেখতে পারবে না?

    আপনার উচিৎ বিস্তারিত লিখে দেওয়া।

    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      Sorry bro, এই পোস্ট টা শুধু মেথড বা ভাউচার কোড টা শেয়ার করার জন্যেই করা,
      জানার ইচ্ছা থাকলে সবাই পোস্টে ক্লিক করতে পারে, তবে যদি সে জানে এই এমবি দিয়ে কি হয় তবে সে এপ্লাই করবে। আপনি আমার রিপ্লাই গুলো ভালো করে পড়েন নি ।
  9. আপনার কথা মানলাম , যারা জানে এই এমবি দিয়ে কি করতে হবে তারা এমবি গুলা কাজে লাগাবে, কিন্তু যারা জানে না এমবি গুলা দিয়ে কি করবে তাদের ত জানানো উচিৎ তাই না?
    সেজন্য আপনাকে প্রথমে ট্রাই করে দেখার দরকার ছিল এমবি গুলা কি কাজে লাগে। তারপর পোস্টে যদি বলে দিতেন তাহলে যার কাজে লাগত সে এমবি গুলা ব্যবহার করতে পারত
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      আপনার মতে বিষয় টি দাড়ালো অনেক টা এরকম,

      মনে করুন আমি crunchyroll এর বিন শেয়ার করলাম, কিভবে এটার ট্রায়াল নিতে হয়, এখন শেয়ার করার পড়ে আমাকে এটাও বলে দিতে হবে যে Crunchyroll কি ? Crunchyroll খায় না মাথায় নেয়। এইসব বলে দিতে হবে নাকি ভাই?
      যেই পোস্ট টা শুধুমাত্র মেথড শেয়ার করার জন্যে ডেডিকেটেড, সেখানে আমি কেনো ডিটেইলস লিখতে যাবো?
      হ্যাঁ এটা ঠিক যে Crunchyroll আর WindScribe Data একই জিনিস না, তার পরও আমি তো বললাম, যে এই পোস্ট টা শুধুমাত্র ভাউচার শেয়ার করার জন্যেই করা হয়েছে, হ্যাঁ আমি চাইলেই ডিটেইলস দিতে পারতাম, কিন্তু আমি প্রয়োজন মনে করিনি ভাই, আর এখন এই পোস্ট এডিট করে ডিটেইলস বলে দেওয়া সম্ভব ও না, সুতরাং এই বিষয় নিয়ে আর না আগানো টাই বেটার।

  10. Avatar photo MR+VENOM Contributor says:
    sobar cmnt er ato explain kore replay dilen ar ei mb ki kaje lage kmne use kore seta bolte apnr prblm hoilo? 🙂
    Hea bujlam post delete kore Details dewa possible na th cmnt e eto explain na kore cmnt e bolle e th hoy 😕
    1. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      Thanks for your feedback 💙
    2. Avatar photo Saaim STAR Author Post Creator says:
      সহজ করে বললে, Windscribe ফ্রি Bandwidth প্ল্যানে, আপনি এক নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এটি আপনার কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং এটি আপনাকে ইন্টারনেটে নিরাপদে ঘুরতে, পাবলিক ওয়াই-ফাই নিরাপদে ব্যবহার করতে এবং আপনি যে দেশে না থাকলেও সে দেশের সীমাবদ্ধ সামগ্রী দেখতে দিবে। সংক্ষেপে, এটি আপনার ইন্টারনেট কার্যকলাপ গোপন রাখে এবং আপনাকে নিরাপদে ব্রাউজ করতে সাহায্য করে।
      আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
  11. Avatar photo Saaim STAR Author Post Creator says:
    আশা করছি সবাই প্রশ্নের উত্তর পেয়েছেন 💙
    1. Avatar photo MR+VENOM Contributor says:
      ebar thik ache..
      Dhonnobadh 👍

Leave a Reply