আসসালামু আলাইকুম!
আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা WindScribe VPN free 30 GB data ক্লেইম করবেন ।
NOTE: এই মেথড টি যেকোনো সময় এক্সপায়ার হয়ে যেতে পারে ।
প্রথমে আপনাদের যেতে হবে তাদের সাইন-আপ পেইজে।
এখানে একটি একাউন্ট ক্রিয়েট করে নিবেন । অবশ্যই ক্যাপচা কোড টি ফিলআপ করবেন। এক্ষেত্রে টেম্প মেইল ব্যবহার করতে পারেন ।
একাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এইরকম একটি পেইজ ওপেন হবে । এখান থেকে my account এ ক্লিক করুন।
দেখুন তারা আপনার মেইলে ভেরিফিকেশন লিংক পাঠিয়েছে ।
মেইল ওপেন করুন।
Confirm Email (for 10GB) এখানে ক্লিক করুন ।
ভেরিফিকেশন ডান।
দেখুন মেইল ভেরিফাই করার জন্যে আপনাকে ১০ জিবি ফ্রি দিয়েছে ।
এবার আমাদের আরো ২০ জিবি দরকার ।
এখান থেকে Claim Voucher ক্লিক করুন।
ISRA2023 – এটা কপি করে পেস্ট করে দিন ।
[ভাইউচার টি যেকোনো সময়ে এক্সপায়ার হয়ে যেতে পারে]
তারপর ক্লেইম এ ক্লিক করুন।
হয়ে গেছে ।
দেখুন এখন আপনার একাউন্টে টোটাল ৩০ জিবি আছে।
তো আজ এই পর্যন্তই।
যেকোনো রকমের প্রিমিয়াম জিনিস ফ্রীতে পেতে জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে
রমযানুল মোবারক !
I mean use korbo kivabe
আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
কী করা যায় এই এমবি দিয়ে?
বিস্তারিত লিখেন
আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
আপনি অনেকের কমেন্টের রিপ্লে দিতেছেন, আপনি যদি জানেন এই এমবি বা ডাটা দিয়ে কি করে তবেই পোস্টে ক্লিক করতে। তার মানে কি যারা জানবে না, তারা পোস্টে ক্লিক করতে পারবে না?
মানে জানার আগ্রহ থেকেও পোস্ট দেখতে পারবে না?
আপনার উচিৎ বিস্তারিত লিখে দেওয়া।
জানার ইচ্ছা থাকলে সবাই পোস্টে ক্লিক করতে পারে, তবে যদি সে জানে এই এমবি দিয়ে কি হয় তবে সে এপ্লাই করবে। আপনি আমার রিপ্লাই গুলো ভালো করে পড়েন নি ।
সেজন্য আপনাকে প্রথমে ট্রাই করে দেখার দরকার ছিল এমবি গুলা কি কাজে লাগে। তারপর পোস্টে যদি বলে দিতেন তাহলে যার কাজে লাগত সে এমবি গুলা ব্যবহার করতে পারত
মনে করুন আমি crunchyroll এর বিন শেয়ার করলাম, কিভবে এটার ট্রায়াল নিতে হয়, এখন শেয়ার করার পড়ে আমাকে এটাও বলে দিতে হবে যে Crunchyroll কি ? Crunchyroll খায় না মাথায় নেয়। এইসব বলে দিতে হবে নাকি ভাই?
যেই পোস্ট টা শুধুমাত্র মেথড শেয়ার করার জন্যে ডেডিকেটেড, সেখানে আমি কেনো ডিটেইলস লিখতে যাবো?
হ্যাঁ এটা ঠিক যে Crunchyroll আর WindScribe Data একই জিনিস না, তার পরও আমি তো বললাম, যে এই পোস্ট টা শুধুমাত্র ভাউচার শেয়ার করার জন্যেই করা হয়েছে, হ্যাঁ আমি চাইলেই ডিটেইলস দিতে পারতাম, কিন্তু আমি প্রয়োজন মনে করিনি ভাই, আর এখন এই পোস্ট এডিট করে ডিটেইলস বলে দেওয়া সম্ভব ও না, সুতরাং এই বিষয় নিয়ে আর না আগানো টাই বেটার।
Hea bujlam post delete kore Details dewa possible na th cmnt e eto explain na kore cmnt e bolle e th hoy 😕
আর এটি হলো একটি ফ্রি প্ল্যান, এই ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রিমিয়াম সার্ভার কানেক্ট করতে পারবেন না, এর জন্যে আপনাকে প্রো প্ল্যান কিনতে হবে ।
Dhonnobadh 👍