আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আশা করি মুসলিম ভাইরা রোজা করতেছেন । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম।

টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকের পোস্ট এর মূল বিষয় টা কি । আজকের বিষয় টা হলো কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন এ Dynamic partition এ gsi ইন্সটল করবেন ।

Dynamic Partition তৈরি করা যায়, রিসাইজ করা যায়, ডিলিট করা যায় ।

আর Super partition যেখানে মেইন সিস্টেম ফাইল আর কিছু অন্যান্য ফাইল থাকে ।

GSI Rom কি? এবং Custom Rom আর Gsi Rom এর পার্থক্য:- 

Gsi এর পূর্ণরূপ হলো Generic System Image. এটি একটি সিস্টেম ইমেজ ফাইল যা ট্রেবল সাপোর্টেড সকল ফোনে ব্যবহার করা যায় ।

আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা এক এক জন এক এক ফোন ব্যবহার করি যেমন Vivo, Xiaomi, Realme, Oppo ইত্যাদি ।

এগুলো ফোনে ডিফল্ট ভাবে একটা রম দেওয়া থাকে, যেমন Funtouch os, MIUI, color os ইত্যাদি। এক একটার ডিজাইন , পারফরমেন্স এক এক রকম ।

আমাদের ইচ্ছে হয় ফোন টা কে একটু নতুন ভাবে করতে । অনেকেই কাস্টম রম ব্যবহার করে , কিন্তু কাস্টম রম তো সব ফোন এর জন্য পাওয়া যায়না । তাই আমরা gsi ব্যবহার করে থাকি , এটি এন্ড্রয়েড ভার্সন ১০+ সকল ফোন এই চলে ।

এটাই মূলত Custom Rom আর Gsi rom এর পার্থক্য । কিন্তু gsi rom এর থেকে কাস্টম রম এ বাগ কম থাকে । এবার আসা যাক ইন্সটল করায়।

যেসব রিকোয়ারমেন্ট লাগবে :-
১। Shizuku অ্যাপ
২। Dsu sideloader অ্যাপ
৩। Treble info অ্যাপ
৪। Gsi rom
৫। Unlocked Bootloader 

প্রথমে অ্যাপ ৩ টা ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

এবার রম ডাউনলোড করা যাক, treble info অ্যাপ টা ওপেন করুন এবং দেখুন আপনার ডিভাইস এর জন্য কোন ধরনের gsi rom ডাউনলোড করতে হবে ।

তারপর Browse Image এ চলে যান

এবং আপনার ডিভাইস অনুসারে একটা রম ডাউনলোড করে নিন

আমার এটা ডাউনলোড করা আছে ।

এবার shizuku ওপেন করুন এবং Wireless Debugging বা adb দিয়ে স্টার্ট করে নিন ।

এবার Dsu sideloader ওপেন করে shizuku আর স্টোরেজ এ একটা ফোল্ডার বানিয়ে পারমিশন দিন ।

এবার ডাউনলোড করা ফাইল টা Extract করলে একটা img ফাইল পাবেন সেটা সিলেক্ট করুন এবং চাইলে Userdata নিজের ইচ্ছে মত দিবেন না চাইলে ঐটা এনাবল করতে হবেনা ।

তারপর install এ ক্লিক করবেন । ইন্সটল শেষ হলে নোটিফিকেশন এ restart button আসবে , সেখানে ক্লিক করলে gsi রম টা বুট হবে , তারপর আবার restart করলে মেইন সিস্টেম এ ফিরে আসতে পারবেন।

আমার করা আছে তাই আমি আর করলাম না । এইভাবে করলে অর্থাৎ Dynamic পার্টিশন এ ইন্সটল করলে ব্রিক হওয়ার বা বুট লুপ হওয়ার রিস্ক নেই ।

Gsi রম টা বুট না হইলে পাওয়ার নতুন চেপে ধরে রিস্টার্ট করলেই আবার মেইন সিস্টেম এ ফিরে যাবে ।
পোস্ট কি পড়ার জন্য ধন্যবাদ, কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।

নেক্সট পোস্ট এ সুপার পার্টিশন এ ইন্সটল করা দেখাবো ইনশাআল্লাহ্ । 

35 thoughts on "যেভাবে নন রুটেড ফোন এ ডাইনামিক পার্টিশন এ GSI Rom ইন্সটল করবেন ।"

  1. Avatar photo Kowsik Contributor says:
    আলহামদুলিল্লাহ অনেক ভালো পোস্ট
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Dhonnobad bhai
  2. Avatar photo Kowsik Contributor says:
    যদি কিছু মনে না করেন আপনার টেলিগ্রাম আইডি টা দিন
    একটু দরকার ছিলো
    1. Avatar photo Atik Hasan Contributor says:
      Amar phone ta Android 13 a run korce,

      Ami ki Android 14 er gsi rom install korte parbo?

  3. Avatar photo Kowsik Contributor says:
    আচ্ছা ভাইয়া এটা কি permanent থাকবে নাকি phone restart dila vanish হয়ে যাবে
    আর এটা ফ্লাস করলে কি আমার স্টক রম ফরমেট হয়ে যাবে নাকি just ata second space হিসাবে ব্যবহার হবে
    as like stock +gsi 2tai aca ak e phone
    *answer ar অপেক্ষাই থাকলাম
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Bhai post a blsi hyto kheyal koren nai… Eta permanent na.. r eta dile stock rom frmat hbena .. taw backup rakhte paren apnar data gula . Etay apnar phone memory te ekta folder k partition hisebe niye install hbe.. permanent install next post a debo. Super partition a
  4. FerdousZone Contributor says:
    amr support version arm32 bit amii amr phone r jnoo 32bit r kono gsi pailam nah
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Apnar treble info te je img er nam ta show kore seta likhe google a search korben
  5. Avatar photo Mad Max Contributor says:
    Infinix hot 12 play X6816C (Unisoc) এর বুটলোডার আনলকের কোনো উপায় থাকলে জানাবেন প্লিজ।
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Fastboot dye hyna?
    2. Avatar photo Mad Max Contributor says:
      Fastboot দিয়ে হয়না ভাই।
    3. Avatar photo Shamim Contributor says:
      ভাই আমারও Infinix Hot 12 X6817B (Unisoc) মোবাইল। এই (Unisoc) প্রসেসরের বুটলোটার আনলক করা অনেক কঠিন।
      আমি কম্পিউটার দিয়ে অনেক কয়বার ট্রাই করলাম কিন্তু হইল না।
      যদি আপনারা কেউ এই প্রসেসরের বুট লোডার আনলক করার সিস্টেম পেয়ে থাকেন আমাকে বলবেন।
  6. Avatar photo JewelRana Contributor says:
    Bro amar infinix hot 11 play install fail dekhay ki korbo
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Bhai Bootloader unlock kora ache?
    2. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Bootloader unlock kora ache?
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Dhonnobad bhai
  7. Avatar photo Md.Reayad Contributor says:
    Vai symphony z45 bootloader unlock korbo kivbe
    Akta post korle ba Kono vabe help korle Valo hoto
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Fastboot dye try krsen? Ami to symphony use korina.. vivo use kori..
    2. aburayhan 302 Contributor says:
      Akdom sohoj…Ami ekber korchilam
  8. FerdousZone Contributor says:
    chanchal vai apnake telegram a nock dicci
    1. Avatar photo Md.Reayad Contributor says:
      Help me please
      t.me/@Reayad6
  9. Avatar photo MD Sagor112 Contributor says:
    Vai Walton n5 phone ki Kono custom ROM hobe naki
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Dekhen google a search kore
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Thank you bhaiya
  10. Avatar photo MH. Utsho Contributor says:
    Thanks Bro, most helpful post ever!! 💖💖
    1. Avatar photo Chanchal Islam Author Post Creator says:
      Welcome bro. 😊
  11. Avatar photo Argho Contributor says:
    Delete korbo kivabe?
  12. Avatar photo Argho Contributor says:
    File gulo kivabe delete korbo?
    Daynamic partition , jekhano rom ta install holo, seta delete korbo kivabe?
  13. bishal Contributor says:
    এটা কি সব এন্ড্রয়েড ভার্সন এ ও সব ব্র্যান্ড এর ফোন এ কাজ করবে শুধু bootloder unlocke থাকলেই কি হবে ।
  14. bishal Contributor says:
    Without root permanent করার উপায় আছে কি পিসি ছাড়া

Leave a Reply