নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান
এভিজি এক সাম্প্রতিক প্রতিবেদনে
জানিয়েছে, তারা এমন এক এন্ড্রয়েড
ম্যালওয়্যার/ভাইরাস সনাক্ত করেছে
যেটি ফোন বন্ধ করার পরেও সচল
থেকে ব্যবহারকারীর তথ্য চুরি করতে
সক্ষম।

এজন্য ম্যালওয়্যারটি প্রথমেই
এন্ড্রয়েড ডিভাইসের শাট-ডাউন
প্রক্রিয়ার নিয়ন্ত্রণ হাতিয়ে নেয়।
এরপর ব্যবহারকারীরা যখন ডিভাইস বন্ধ
করেন, তখন এটি স্ক্রিনে এমন কিছু
লেখা/ছবি/অ্যানিমেশন হাজির
করে যাতে মনে হয় যে, ডিভাইসটি
বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তবে তখনও

ফোনটি চালু থাকে।

এই সুযোগে ম্যালওয়্যারটি
ডিভাইসের ক্যামেরা,
মাইক্রোফোন প্রভৃতির সাহায্য
নিয়ে ছবি/ভিডিও রেকর্ড করতে
পারে। এছাড়া ফোনের মেসেজ,
কনটাক্টস এসব তথ্যও পাচার করতে সক্ষম
এই ক্ষতিকর সফটওয়্যারটি। একই সাথে
এটি ডিভাইসে থাকা ছবি, ভয়েস
রেকর্ড ও ভিডিও ক্লিপও আপলোড
করে দেয় সাইবার অপরাধীদের
নিকট।

এভিজি এই ম্যালওয়্যার ঝুঁকির নাম
দিয়েছে “Android/PowerOffHijack.A”.
এটি এন্ড্রয়েড ৫.০ এর আগের সকল
সংস্করণে কাজ করতে পারে। তবে
এজন্য ডিভাইসটি অবশ্যই ‘রুট’ করা
থাকতে হবে। প্রতিষ্ঠানটি আরও
জানিয়েছে, এ পর্যন্ত ১০ হাজারের

বেশি ডিভাইসে ক্ষতিকারক এই
সফটওয়্যারটি পাওয়া গেছে যার
অধিকাংশই চীনে।

নতুন 360 Security এন্টিভাইরাস অ্যাপ এই
মারাত্নক ম্যালওয়্যার সনাক্ত করতে
সক্ষম বলে জানিয়েছে
কোম্পানিটি।


Visit my site >> Postmaza.com <<

Leave a Reply