আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে App Not Installed! সমস্যার সমাধান করবেন খুব সহজেই।

[বিঃদ্রঃ অ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে আজে বাজে কমেন্টে করবেন না]

প্রথমেই আপনারা এই ২ টি অ্যাপ ডাউনলোড করে নিবেন:-       

                            Mt Manager

Np Manager 

আমি Crex অ্যাপটির সমস্যা সমাধান করব। তাই আমি এই অ্যাপটি দিয়ে দেখিয়ে দিব। আপনাদের যে অ্যাপটি সমস্যা করবে এইভাবে কাজ করলে আশাকরি সমস্যা সমাধান হয়ে যাবে।

প্রথমে আমরা Mt Manager ওপেন করব এবং যে অ্যাপটি Installed সমস্যা করে সেই অ্যাপটি সিলেক্ট করব। অ্যাপ টিতে ক্লিক করলে নিচের মতো অপশন আসবে সেখান থেকে আমরা View তে ক্লিক করব।

এরপর নিচের Screenshot এর মতো File গুলো সিলেক্ট করে Delete করে দিব। অবশ্যই auto sign এর উপর টিক মার্ক দিতে হবে।

যেহেতু আমাদের Mt Manager Vip নেই তাই আমরা Np Manager এ চলে যাবো। এরপর অ্যাপ টিতে ক্লিক করব এবং View এর উপর ক্লিক করলে নিচের মতো অপশন আসবে। এখান থেকে আমরা Androidmanifest.xml file টির উপর ক্লিক করব এবং Edit এ চাপ দিব।

এরপর আমরা ৩ ডট মেনুতে ক্লিক করব এবং Search ক্লিক করব। এরপর Search বক্সে Native লিখে Next এ ক্লিক করব।

নিচের Screenshot এর মতো একটা NativeLibs  নামে line দেখতে পাবো। এখানে আমরা false লেখাটি কেটে দিয়ে true লিখে দিব। এরপর Save and Exit এ ক্লিক করব।

ব্যাস কাজ শেষ। এবার অ্যাপটি install করে দেখুন কোনো প্রকার সমস্যা ছাড়াই installed হয়ে গেছে।

[যদি কেউ পোস্ট পড়ে App Not Installed সমস্যার সমাধান করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, বিভিন্ন মেথড, নতুন নতুন ট্রিকস এবং মোডিং টিউটোরিয়াল ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন মন চাইলে।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

Leave a Reply