সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন টিউন,আশা করি সকলের ভালো লাগবে।

গুগলের সেবার কিন্তু এখন সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে।কি নেই গুগলের?আছে জিমেইল,ভিডিও দেখার জন্য রয়েছে ইউটিউব,সামাজিক যোগাযোগের জন্য রয়েছে গুগল প্লাস।ঠিক এরকমই একটি সেবা নিয়ে এসেছে গুগল সেটা হলো গুগল ট্রান্সেলেট।এটি এমন একটি সেবা এর মাধ্যমে আপনি যেকোন ভাষাকে যেকোন ভাষায় রূপান্তর করতে পারবেন। কিন্তু এতদিন এই সেবা নিতে হলে,অনলাইন ছাড়া গতি ছিলো না,কিন্তু আজ আমি নিয়ে আসলাম এর অফলাইন ভার্সন।

তো আর দেরী কেন নিচে প্লে স্টোর থেকে নিচ থেকে নামিয়ে নিন App টি।

Download Now

এখন থেকে এন্ড্রয়েডের মাধ্যমেই যেকোন ভাষাকে রূপান্তর করতে পারবেন যেকোন ভাষায়।
ধন্যবাদ সাথেই থাকুন

নতুন টিপ্স পেতে ভিজিট করুন Piyarbd.Com

4 thoughts on "এবার ট্রান্সেলেট করুন যেকোন ভাষাকে যেকোন ভাষায়। সম্পূর্ন নতুন এবং Offline ভার্সন।"

  1. Raselahammed Author says:
    bangla offline version nei
  2. Azizul Author Post Creator says:
    অপশন আছে সেটিংস এ
  3. psychology Contributor says:
    vai bangla offline naito
  4. jak Contributor says:
    Bangla ta ni

Leave a Reply