.অ্যান্ড্রয়েড চালিত ডিভাইস সাধারণ ফোনের চেয়ে একটু বেশি ব্যবহার করা হয়। এতে স্বাভাবিকভাবেই ডিভাইসের চার্জ ফুরিয়ে যায়।আর হুট করে চার্জ ফুরিয়ে গেলে নানা ঝামেলা দেখা

দেয়। যেমন, দূরের যাত্রায় খুব দরকারে কাউকে কল করা যায় না।
তবে এমন ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আছে নানান ব্যাটারি সেভিং অ্যাপ্লিকেশন। তেমনই একটি
অ্যাপ্লিকেশন হলো ‘গো ব্যাটারি সেভিং’।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহঃ
১. গো ব্যাটারি সেভিং মূলত একটি পাওয়ার ম্যানেজার।
২. এই অ্যাপলিকেশনের প্রধান বৈশিষ্ট্য হল এতে শক্তি সঞ্চয় মুড রয়েছে।
৩. এছাড়াও এতে রয়েছে স্মার্ট সংরক্ষণ, টগল
নিয়ন্ত্রণ, ব্যাটারির ক্ষমতা টেস্টিংসহ বিশেষ ফিচার।
৪. মাত্র এক ক্লিকে ব্যাটারি খরচ অপটিমাইজেশন করতে সক্ষম এই অ্যাপ্লিকেশনটি।
৫. ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দিবে সঠিক সময় প্রদর্শন করতে সক্ষম অ্যাপটি।
৬. অ্যাপ্লিকেশনটিতে রয়েছে নানা উইজেট। এর সাহায্যে সহজে নিয়ন্ত্রণ করা যাবে অ্যাপ্লিকেশনটি।
৭. ৬ মেগাবাইটের অ্যাপ্লিকেশণটি play store থেকে ডাউনলোড করা যাবে।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় আমাদের সাথেই থাকুন।
.
Download link____Click here

8 thoughts on ">>>এন্ড্রয়েড ফোনের চার্জ সংরক্ষণ করবে ব্যাটারি সেভিং অ্যাপ। চার্জ পালানোর কোনো উপায় নেই<<< ."

    1. mohammad mamuon sarker Author Post Creator says:
      wlc
  1. mezba12 Contributor says:
    আমারতো কাজ করে না রে ভাই
    1. mohammad mamuon sarker Author Post Creator says:
      onno kono app use kore dekhte paren..
    2. mezba12 Contributor says:
      সবচেয়ে ভাল এপস কোনটা
    1. mohammad mamuon sarker Author Post Creator says:
      aita use kore dekhen….super optimize mood on rakhben…tahole asha kori kaj korte pare
  2. Tonu Contributor says:
    ভাই আমাকে এমন একটা অ্যাপ এর নাম দেন জার দারা আমি mb সেভ করতে পারবো।।।

Leave a Reply