♦ Live wallpaper ব্যবহার করবেন না।
মোবাইলে Home screen -এ বেশি apps
রাখবেন না। Battery Saver apps ব্যবহার না
করাই ভালো। এটা ব্যবহারে বেশী
একটা কাজ হয় না। তবে ভালো apps
থাকতে পারে।

♦ ব্যাটারীর আয়ু ১৫-৩০% থাকলে
চার্জ দিবেন এর আগে ও পরে চার্জ
দিবেন না আবার অনেক পর পর চার্জ
ইচ্ছা করে ১০% পর্যন্ত নেমে আনবেন
এবং ফুল চার্চ দিবেন তাতে আপনার
ব্যাটারীর লাইফ দীর্ঘ হবে।কখনো
চার্জ দিয়ে মোবাইল চালাবেন
না,তাহলে মোবাইলের ব্যাটারির
উপর প্রভাব পড়বে। আর কখনওই একবারে

চার্জ শেষ করবেন না বা অতিরিক্ত
চার্জ দিবেন না নাহলে ব্যাটারির
উপর খারাপ প্রভাব পড়বে।

♦ আপনার ব্যবহার করা apps গুলো যদি
রানিং থাকে তাহলে সেগুলো বন্ধ
করে দিবেন। আপনার মোবাইলে
settings →Application→running Application…
যাবেন আর মোবাইলের কিছু
অপ্রয়োজনীয় apps running এ থাকলে
সেগুলো বন্ধ করে দিবেন এবং
অপ্রয়োজনীয় Apps গুলো কে Force Stop
করে রাখুন, এতে করে যে Apps আপনার
দরকার নেই সেগুলোর চার্জ যাবে
না।। তারপর মোবাইল বন্ধ করে খুলুন
তাহলেই কাজ হবে।

♦ কোন apps কে হোম বাটন টিপ দিয়ে
বের হবেন না। আপনি exit করে বের
হবেন কারন অনেক ক্ষেত্রেই অ্যাপটি
মিনিমাইজ করে রাখা হলেও

নেপথ্যে প্রসেসিং চলতে থাকে।
কিছু অ্যাপ ইন্টারনেটে যুক্ত থেকে
ডেটা আদান-প্রদানও করতে থাকে
তাই মোবাইলের চার্জ দ্রত শেষ হয়।।
অথচ এই সময়ে অ্যাপটি ব্যবহূত হচ্ছে না।
ব্যবহার শেষ হলে অ্যাপটি বন্ধ রাখা
উচিত।

Leave a Reply