আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি।হে’দ লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি।

আমাদের অনেকের ই মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন।

প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

ডাওনলড করতে ক্লিক করুন : [Click Here to Dawnload File Now]

এবার সেটআপ দিন। তারপর আপনার নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার টি OPEN করুন তারপর আপনার মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS সিলেক্ট করুন Quick Format সিলেক্ট করুন THEN Start বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।

অ্যাপটির সাইজ মাত্র ২ MB। আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো।

আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত।

ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকার জন্য  আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

5 thoughts on "খুব সহজে নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন এক নিমিষে একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে।"

  1. Farhad Hossain Contributor says:
    phon die hobe?
    na pc lagbe
  2. Farhad Hossain Contributor says:
    phon die hobe?
  3. N.A.Khan Contributor says:
    Avry think is fair&lovly
  4. SHANTO339 Contributor says:
    Memory ki >>Card Reader<>USB<< diye connect korbo
  5. sayed hasan Contributor says:
    চুরি করতে আপনি খুব expert হয়েগেছেন ওয়েট করেনন রানা ভাই একবার দেখলে বুঝবেন এই পোস্ট আমি ৬দিন আগে করেছি

Leave a Reply