মোবাইল ফোনের সাহায্যে ব্রাউজ করার জন্য রয়েছে নানা ব্রাউজার। তবে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারটির নাম অপেরা মিনি। বিশেষ করে গতিময় এবং ডাটা সাশ্রায়ি হওয়ার কারণে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ এ ব্রাউজার।
কিভাবে অপেরা মিনির ইন্টারনেট গতি বৃদ্ধি করা যায় তা তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।
প্রথমে অপেরা মিনি ব্রাউজারটি চালু করে, URL বক্সে opera:config লিখে Go তে ক্লিক করতে হবে।
এরপর বেশ কিছু অপশন আসবে, সেগুলো থেকে Loading Timeout option -এ গিয়ে তা 30 থেকে 60 বা 3600 সিলেক্ট করে দিতে হবে।
সবশেষে নিচে “save” এ ক্লিক করে সেভ করুন। এরপর অপেরা মিনি ব্রাউজারটি রিস্টার্ট করলেই আগের তুলনায় গতিময়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
সৌজন্যে Piyarbd.com
5 thoughts on "আপনার ফোনের অপেরা মিনির গতি বাড়িয়ে নিন"