আসলামুআলাইকুম,
ফিরিয়ে নিন ভুল করে পাঠানো ই-মেইল
Send বাটনে চাপ দিতেই মনে পড়ে গেল ই-
মেইলে যে ফাইলটি যুক্ত (অ্যাটাচড) করার
কথা তা আদতে করা হয়নি। কিংবা বন্ধুর
জন্য লেখা ই-মেইলে ভুল করে বসের
ঠিকানা জুড়ে দিয়েছেন। ই-মেইল তো
অনেকটা মুখের কথার মতোই—একবার
বেরিয়ে গেল তো ফেরত নেওয়ার আর
সুযোগ নেই। তবে ই-মেইল সেবাদাতাটি
যদি জিমেইল হয়, তাহলে পাঠানো
বার্তাটি ফিরিয়ে নেওয়ার জন্য অন্তত
কিছুটা হলেও সময় পাবেন। ‘Undo Send’
নামের সুবিধার মাধ্যমে ভুল করে পাঠানো
থামিয়ে দেওয়ার সুযোগ পাওয়া যায়।
জিমেইল ল্যাবসে বছর ছয়েক আগে সুবিধাটি
যোগ করা হলেও তা ছিল পরীক্ষামূলক। সে
সময় এই সুবিধা নিজের জন্য যোগ করে
থাকলে অবশ্য নতুন করে কিছু আর করতে
হবে না। যদি নতুন করে যোগ করতে চান,
তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
2 thoughts on "ফিরিয়ে নিন ভুল করে পাঠানো ই-মেইল.."