কেমন হয় যদি আপনার Lock Screen এ আপনার নাম দেওয়া যায়। তাও আবার কোন Software ছাড়াই। কম্পিউটারে যেমন স্ক্রিন টাইম আউট হলে অটোমেটিক স্ক্রিনে নাম আসে। তেমনি আপনি চাইলে এই সুবিধা টি আপনার Android ফোনেও পেতে পারেন।
.
১. “Settings” এ click করুন।
২. “Security” তে Click করুন।
৩. “Owner info” তে Click করুন।
.
‘Show Owner info On Lock Screen’ এখানে টিক দিয়া তার নিচের Box এ আপনার নাম লিখে Save করুন। এবার Lock Button চেপে দেখুন। ব্যাস আপনার কাজ শেষ।
.
কারো কারো মোবাইলে Security তে Owner Option নাও থাকতে পারে. সেক্ষেত্রে Setting থেকে Screen Lock এ Click করুন। এখানে দেখুন Owner info Option পেয়ে যাবেন।
.
সবাই ভাল থাকবেন।
Share:
Settings> My Device> Lock Screen…
.
@Dulal
Settings> Personalization লিখে Search দিন। আসা করি “Lock Screen” option পেয়ে যাবেন।