বর্তমানে অ্যান্ড্রয়েড একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম।

যার মাধ্যমে চমৎকার সকল কাজ করা যায়।আপনার মাঝে মাঝে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের স্ক্রিনশর্ট নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এই টিউটোরিয়ালে মাধ্যমে তুলে ধরা হলো কিভাবে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে স্ক্রিনশর্ট নেয়া যায়।

অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ:
আপনার সাধারণ অ্যান্ড্রয়েড ৪.০ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে উপরের সংস্করণগুলোতে ডিফল্ট অপশন থাকে ক্রিনশট নেওয়ার জন্য। এই অপারেটিং সিস্টেমে আপনাকে ক্রিনশট নেওয়ার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন এক সঙ্গে চাপবে হবে। তাহলে স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড:

নন-রুট ব্যবহারকারীর ২.৩ এর নিচের স্ক্রীনশট নেওয়ার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটি প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাবে। এটি সাহায্যে কম্পিউটারের সাথে ডিভাইসটি সংযোগ করে সহজে ক্রিনশর্ট নেওয়া যাবে।

রুটেড ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারবেন।

গ্যালাক্সি এস৫ ব্যবহারকারীদের স্ক্রিনশর্ট নিতে হলে হোম বাটন এবং পাওয়ার কি একসাথে চাপতে হবে।
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

3 thoughts on "যেভাবে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে স্ক্রিনশট নেওয়ার যায়"

  1. Anis Contributor says:
    রানা ভাই অামি অনেক দিন ধরে আপনাকে টিউনার বানানোর জন্য রিকুয়েস্ট করছি কিন্তু আপনি বানাচ্ছেন না
  2. trickbdd Subscriber says:
    tnx vai kintu comment e screenshot dibo kivabe jemon facebooker comments e screenshot kemne dibo bolle valo hoto
  3. trickbdd Subscriber says:
    facebooker page ba replies e sobi deoya egulote screenshot kemne dibo

Leave a Reply