⚽ অ্যান্ড্রয়েড ফোনের একটি সমস্যা
হচ্ছে ডেটা দ্রুত ডেটা শেষ হয়ে
যাওয়া। এ জন্য অনেকেই আশঙ্কায়
থাকেন এই না শেষ হয়ে যায় ডেটা।
তবে কয়েকটি কাজ করে কিছুটা হলেও
ডেটা বাঁচাতে পারেন আপনি। তবে চলুন
জেনে নেই সেই সিস্টেম।
আসলে আপনি কিছু সেটিংস ও অ্যাপ
কাস্টোমাইজ করে ডেটা বাঁচাতে
পারেন। যেমন: 😀

⚽ ফেসবুক অ্যাপ ব্যবহার বন্ধ করুন:

ফেসবুক অ্যাপ মোবাইলে অনেক ডেটা খরচ করে। অ্যাপের তুলনায় ফেসবুকের মোবাইল সাইটে ডেটা
খরচ হয় কম। কারণ এটি ব্যাকগ্রাউন্ডে চালু থাকে না।

⚽ ক্রোম ডেটা সেভার:


গুগলের ক্রোম ব্রাউজারে একটি ডেটা সেভার ফিচার আছে। যা চালু করতে লাগে দুই সেকেন্ড। এটি চালু করলে ক্রোম ব্রাউজার তখন মোবাইল ডিভাইসে ছবি ও ওয়েবসাইটকে সংকোচন করে
দেখায়। এ জন্য ক্রোম অপারেটিং সিস্টেমের সেটিংসে গিয়ে ডেটা সেভার চালু করলেই কাজ শেষ। সিনক্রোনাইজ সেবা ব্যবস্থাপনা অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে যখন গুগল অ্যাকাউন্ট যোগ করা হয়, তখন গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন সেবা অটো সিনক্রোনাইজ হয়ে যায়।
ফলে ডেটা খরচ হয়। এ জন্য সিনক্রোনাইজ সেবাগুলোর মধ্যে যেটি অপ্রয়োজনীয়, সেটি সেটিংস অ্যাপ থেকে সরিয়ে ফেলাই ভালো।

⚽ ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ:


চালু থেকেই বিভিন্ন অ্যাপ্লিকেশন
ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। যখন
মোবাইল বন্ধ থাকে, তখনো মেইল
চেক বা ফেসবুকের নতুন নিউজ ফিড
আসা চালু থাকে। তাই সেটিংসের ডেটা
ইউজেস অপশনে গিয়ে ( যেমন,
Settings > Data Usage > Tap on the
menu button > Restrict background
data > OK) বাটন চেপে ব্যাকগ্রাউন্ড
ডেটা বন্ধ করা যায়। এ ছাড়া ডেটা
ব্যবস্থাপনার সুযোগ এতে রয়েছে।

⚽ অফলাইনে গান ও ছবি সংরক্ষণ করে
রাখুন


যখন সুযোগ বা সুবিধা হয়, অ্যান্ড্রয়েড ফোনে কনটেন্ট ডাউনলোড করে রাখুন। ম্যাপ, মিউজিক প্রভৃতি ক্ষেত্রে অফলাইনে ডাউনলোড থাকলে ইন্টারনেটে অযথা ডাউনলোড করে
ডেটা খরচ করতে হবে না।

সৌজন্য ••• TipsWapBD.Com 😀

3 thoughts on "জেনে রাখুন Android ফোনে ডেটা (Mb) বাঁচাবেন যেভাবে ৷"

  1. Avatar photo KingBD Author says:
    Tnx… vi apnar fb id link ta den
    kotha ase
    1. Avatar photo Momen Contributor Post Creator says:
      wlcm 😀 fb id fb.me/momen.islam93
  2. Avatar photo KingBD Author says:
    accept koren plz

Leave a Reply