Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » জিমেইল এর মাধ্যমে দূর থেকে যেকোনো ফোনকে Factory Reset দিন খুব সহজেই।

জিমেইল এর মাধ্যমে দূর থেকে যেকোনো ফোনকে Factory Reset দিন খুব সহজেই।

আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন ।

আজকের Post এ আমি আপনাদের সাথে Share করতে যাচ্ছি কিভাবে জিমেইল এর মাধ্যমে দূর থেকে যেকোনো ফোনকে রিস্টার্ট করবেন খুব সহজে। 

 

মনে করেন আপনার একটি ফোন হারিয়ে গেছে এবং সেটা তে আপনার কিছু ব্যাক্তিগত তথ্য আছে। আপনি চাইবেন না আপনার তথ্য অন্য কারো হাতে চলে যাক। তো তাৎক্ষনিক ভাবে আপনার ফোনকে কিভাবে Factory Reset করবেন এই পোস্টটি শুধু তাদের জন্য।

 

তো চলুন শুরু করা যাক।

 

প্রথমে প্লে স্টোর থেকে অন্য একটি ডিভাইস দিয়ে Find My Device অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

আপনার হারানো ডিভাইস টিতে যে মেইল লগিন করা ছিল সেই মেইলটি দিয়ে Find My Device অ্যাপটি তে লগিন করুন। 

লগিন করার পর আপনার মেইল টি দিয়ে কয়টি ফোন ব্যবহৃত হচ্ছে তা দেখতে পারবেন।

এরপর আপনার হারানো ফোন টিকে সিলেক্ট করুন। আপনি চাইলে আপনার হারানো ফোনে সাউন্ড বাজানো এবং লক স্ক্রিনে মেসেজ সেট করে দিতে পারবেন।

আর যদি আপনি আপনার হারানো ফোন টিকে Factory Reset করে দিতে চান তাহলে সেটিংস অপশনে ক্লিক করে Factory Reset করে দিতে পারবেন।

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন। 

 

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, নতুন নতুন ট্রিকস এবং মেথড ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন।



Join Our Telegram Channel 

23 hours ago (Sep 07, 2024)

About Author (20)

Rashidul.jr
author

★✰❥𝘽𝙚 𝙩𝙝𝙚 𝙘𝙝𝙖𝙣𝙜𝙚 𝙣𝙤𝙩 𝙩𝙝𝙚 𝙧𝙚𝙫𝙚𝙣𝙜𝙚..❤ 🪽 🌟🦋🪽 ✰❥প্রতিশোধ নয় পরিবর্তন হও..❤🪽

Trickbd Official Telegram

2 responses to “জিমেইল এর মাধ্যমে দূর থেকে যেকোনো ফোনকে Factory Reset দিন খুব সহজেই।”

  1. Ragib Hasan Abid Author says:

    এগুলা পুরাতন হয়ে গেছে। কমবেশি অনেকেই জানে, আবার এটা নিয়ে পোস্টও আছে ট্রিকবিডিতে

  2. Bingo Author says:

    এসব একদম সাধারণ ট্রিক ভাই, ট্রিকবিডি তে মানুষজন এডভান্স কিছু শিখতে আসে!

Leave a Reply

Switch To Desktop Version