সবাই কে অগ্রিম ঈদের শুভেচ্ছা।আজ দেখাবো কিভাবে আপনার স্মার্টফোন এর এম্বি খরচ কমাবেন।
অন্য অপারেটিং
সিস্টেমের তুলনায় Android এ ব্যাকগ্রাউন্ডে MB
একটু বেশি খায়। এজন্য অনেকে Firewall বা

Restrict all background data
দিয়ে MB সেভ
করেন।
কিন্তু Firewall ব্যবহার করলে মার্ক করা কোন
App চালাতে গেলে চলে না…… সেটিং এ গিয়ে
নতুন করে সেটিং করতে হয়। আবার Firewall
সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আর

Restrict all background data
তে সব app

ব্যাকগ্রাউন্ডে বন্ধ হয়ে যায়। আপনি যে app বন্ধ
করতে চান না সেটাও বন্ধ হয়ে যায়। screen অফ
করলে ডাটা কানেকশন বন্ধ হয়ে যায় আর
Download ও failed হয়ে যায়। এখন আপনাদের
দেখাব কিভাবে এসব সমস্যা ছাড়া MB সেভ করা যায়।
আপনার মোবাইল setting এ যান। সেখান থেকে
Data use এ যান।
সেখানে অনেক app দেখতে
পাবেন। যে যে app ব্যাকগ্রাউন্ডে ডাটা কাটা বন্ধ
করতে চান সেটাতে ঢুকুন। app এর ভিতরে নিচে
দেখবেন ‘restrict background data’ অপশন
আছে। ওইটাতে টিক (√)

দিন। যেমন: Paffin ব্যাকগ্রাউন্ডে প্রচুর MB
কাটে। Paffin এ ঢুকে টিক (√) দিয়ে দিন
। এভাবে যেটা যেটা তে চান সেটাতে
টিক(√) দিন। এবার টিক(√) ছাড়া গুলো ব্যাকগ্রাউন্ডে
চালাতে কোন সমস্যা হবে না।
আর টিক (√) দেয়া না
থাকলে screen অফ করলেও ব্যাকগ্রাউন্ডে
Download failed হবে না। এভাবে আপনি MB সেভ
করতে পারবেন আবার আপনার পছন্দের app বিনা
সমস্যায় চালাতেও পারবেন।

9 thoughts on "কোন আপস ছাড়াই সেটের ব্রাকগ্রাউন্ড ডাটা কাটা অফ রাখুন"

  1. Sayem Sardar Author says:
    এমন কপি করছেন পোষ্টে একটা ইসপেস ও নাই
  2. sakibsantahar Author Post Creator says:
    তাই ভালো করে দ্যাখেন
  3. sojib18 Contributor says:
    ভাই আমি কিভাবে *৫৬৬*১০# এর মেয়াদ বাড়াব প্লিছ বলেন।
    1. জামিল Author says:
      একটা পদ্ধতি দিলাম যেখানে স্বল্প
      মূল্যে এমবি এর মেয়াদ বাড়াতে পারবেন। 1. 28 দিন মেয়াদঃ *5000*8*1*4# (17.92 tk) 2. 14 দিন মেয়াদঃ *5000*8*1*3# (10.75 tk) বিঃদ্রঃ 28 দিন মেয়াদ বাড়ালে 1GB Social
      MB ফ্রি পাবেন !
  4. জামিল Author says:
    Ame ke apna jono akta post data pare ke sojib18
  5. sojib18 Contributor says:
    vai apnar kotha bojlam na
  6. sojib18 Contributor says:
    thank you
  7. Bidhan Contributor says:
    ১ জিবি ফেইসবুক প্যাক দিয়া কি করবো, আমার ১.৫ জিবি সোসাল ফেবু প্যাক আছে, এই সোসাল প্যাক দিয়া কিভাবে ডাউনলোড দেয়া যায় ট্রিক টা কেউ বাহির কর।
  8. shahmdsalim Contributor says:
    force stop korle hoy na….?

Leave a Reply