Samsung স্মার্টফোন বর্তমানে
জনপ্রিয় একটি ব্র্যান্ড, তবে এই
ব্র্যান্ড এর ফোন কিনতে গেলে
কোনটা আসল কোনটা নকল বুঝতে
পারা অনেক ঝামেলার বিষয়।
কারণ অরিজিনাল এবং ক্লোন এর
মধ্যে নরমাল চোখে আপনি কোন
পার্থক্য খুঁজে পাবেন না, এমনকি
মোবাইল এর সফটওয়্যার এর মধ্যেও।
আজ আমরা দেখবো কিভাবে আসল
নকল যাচাই করবেন।

প্রথমেই আপনি ডিস্প্লের দিকে
খেয়াল করলে নকল samsung
স্মার্টফোনে ডিস্প্লের চারদিকে
একটি কালো বক্স আকৃতির খালি
অংশ দেখবেন, কিন্তু আসল samsung
স্মার্টফোনে তেমনটা নেই। এর
সম্পূর্ণ অংশ জুড়েই পর্দা রয়েছে।
এছাড়া নকল samsung স্মার্টফোনে
আপনি ডিসপ্লের বাইরেও সাদা
একটি মোটা করে অংশ দেখতে
পাবেন যা আসল samsung
স্মার্টফোনে অত্যন্ত পাতলা।

অরিজিনাল ভার্সন এ হোম বাটনটি
স্ক্রিণ এর নিচে খুব কাছাকাছি

থাকবে। কিন্তু নকল ভার্সন এ
দেখবেন একটু নিচে আছে যা
নরমালি বুঝা যাবেনা তবে
খেয়াল করলেই পাবেন পার্থক্যটা
দেখতে।

অরিজিনাল Samsung এর প্রিন্ট করা
লোগো টি নখ বা কিছু দিয়ে
স্ক্রেচ করলে মলিন বা উঠে
যাবেনা, তবে নকল Samsung এর
প্রিন্ট করা লোগো টি স্ক্রেচ
করলে ঝাপসা হয়ে যাবে।

নকল Samsung এ আপনাকে
প্যাকেটের সাথে একটি ফ্লিপ
কভার ফ্রি দিবে আসল
স্মার্টফোনে আপনাকে কোন ফ্লিপ
কভার দিবেনা।
নকল Samsung এ আপনাকে সেটের
সাথে দুটি ব্যটারি দিবে মানে
একটা এক্সট্রা! বাড়তি কোন
জিনিস আপনি আসল Samsung এর
সাথে পাবেন না। অতএব, দুটি
ব্যাটারি চার্জার সেটের সাথে
দিলেই বুঝবেন ভেজাল আছে।
উপরের সব কিছুর পরও যদি বুঝতে না
পারেন এটি আসল নাকি নকল তবে
আপনি LCD টেস্ট করে নিতে
পারেন সহজেই। মোবাইলটি হাতে
নিয়ে *#0*# এই কোডটি চাপুন।
তাহলে নিচের মতো আসবে

যদি এটা নকল হয় তাহলে এটা
আসবে না। তবে কিছু কিছু চাইনিজ
সেটে এটাও আসে, কিন্তু আপনি সব
বাটনে টাচ করে দেখলেই বুঝবেন
কিছু কিছু কাজ করছেনা।
এর পরেও, যদি Samsung ফোন কিনতে
গেলে কোন সন্দেহ থাকে, নিচের
কোডগুলো দিয়ে চেক করে নিন
আপনার ক্রয়কৃত ফোনটি আসল কি না

*#1234# (View SW Version PDA, CSC,
MODEM)

*#0*# (General Test Mode)

*#12580369# (SW & HW Info)

*#197328640# (Service Mode)

*#0228# (ADC Reading)

*#32489# (Ciphering Info)

*#232337# (Bluetooth Address)

*#232331# (Bluetooth Test Mode)

আপনার নিজের নামে স্বল্পমূল্য ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

20 thoughts on "আসল SAMSUNG মোবাইল চিনবেন কিভাবে? [স্কিনসর্টসহ দেখে নিন]"

    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks Rabiul Islam
  1. Reja BD Author says:
    সুন্দর পোষ্ট
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ধন্যবাদ বন্ধু
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks জামিল ভাই
  2. yeasin st Contributor says:
    আগেই জানতাম তবে স্ক্রিনশট দিয়ে বুঝানোর জন্য ধন্যবাদ,,,,,
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      welcome
  3. Badhan420 Contributor says:
    thanks vai
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      tnx too
  4. simply ! ! ! HACKER ! ! ! Contributor says:
    Mastee copy জিবনে দেখছস?ওডি দেখলেই তোমার জ্ঞান পাকাল যাইবো।
  5. khalid hasan tuhin Contributor says:
    kazi walik fb I’d ta dan
  6. Mohaimen uddin Contributor says:
    wakil bhai apnar sathe kisu boltam…
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      bolen…
  7. Mohaimen uddin Contributor says:
    apnar fb id ta dile kotha boltam free vabe…plz
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      এই পেজে নক করেন, FB id দিব→ Facebook.com/TrickMax.com
  8. Mohaimen uddin Contributor says:
    bhai apnar phone number ta den
  9. xz Contributor says:
    nice post
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Tnx @xz

Leave a Reply