স্মার্টফোনগুলোর কমন একটি
সমস্যা
হলো গরম হয়ে যাওয়া। নানা
প্রচেষ্টার
পরও কোন ভাবেই এই সমস্যার
সমাধান হয়না। আপনার স্মার্টফোনটি
গরম
হয়ে
যাওয়ার পিছনে একাধিক
কারণ
থাকতে পারে। তাহলে কীভাবে তা থেকে
ফোনটিকে
বাঁচাবেন? জেনে নিন
নিয়মগুলো :
১. ব্যাটারি চার্জ দেওয়ার
সময় ফোনের
ব্যবহার একদম বন্ধ করে
দিন। কোনও
ধরনের ভিডিও বা গেম
খোলবেন না।
এভাবেই আপনার স্মার্টফোনটি গরম

হওয়া
থেকে আটকাতে পারেন।
২. ফোনে নেটওয়ার্ক ভালো
না
থাকলে সহজেই ফোনটি গরম হয়ে
ওঠে। কারণ,
আপনার ফোনটি প্রতি মুহূর্তে
ভালে
নেটওয়ার্কের খোঁজে থাকে।
তাই চেষ্টা করুন যাতে আপনি
প্রতি সময়
ভালো
নেটওয়ার্ক এরিয়ার মধ্যে
থাকতে
পারেন। যদিও, কোনও ভাবে তা না
করতে
পারেন
তাহলে ফোনটি গরম হয়ে
উঠলে
সেটিকে ফ্লাইট মুডে দিয়ে দিন।
অল্প
সময়ের মধ্যেই তা ঠান্ডা
হয়ে যাবে।
৩. আপনার স্মার্টফোনটি
থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে
ফেলুন। এর ফলে ফোনে
ব্যাকগ্রাউন্ড
অ্যাকটিভিটি অনেকটাই কমে
যাবে।
আর তাতেই ঠান্ডা থাকবে
ফোনটি।
৪. সাময়িকভাবে ইন্টারনেট
কানেকশন বন্ধ
করলে ফোন ঠান্ডা হয়ে
যাবে। ৫. অনেক্ষণ একটানা
ব্যবহারের পর
ফোন
গরম হলে রিস্টার্ট দিন।

GPFreeBD.Com

5 thoughts on "স্মার্টফোন গরম হয়ে গেলে কী করবেন ?"

  1. Mohaimen uddin Contributor says:
    apnar sathe ki kotha bolte parI??
  2. Mohaimen uddin Contributor says:
    apnar phone number ta dile kotha bola bhalo hoto…
  3. errorrr@3 Contributor says:
    panite dhuye agune sak diye tarpor rode sukate dibo.
  4. Misuk BD Author says:
    ভাই ফোন ফ্রিজে ঢুকান……….!
  5. IMRAN200 Contributor says:
    ফোন গরম হইলে পানি ঢালেন।

Leave a Reply