Identify a Genuine/Original Versus a Fake/Cloned Samsung

নকল স্যামসাং ফোন চেনার উপায়ঃ
বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল স্মার্টফোন। দামি স্মার্টফোন গুলোর নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে
অ্যাপলের আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে, এমনকি নকল ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে। কিছু বিক্রেতা আসল বলেও গছিয়ে দেন নকল স্যামসাং স্মার্টফোন। নকল আইফোনের মতো স্যামসাংয়ের নকল স্মার্টফোনগুলোও তৈরি হয় চীনে। নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনের সংখ্যাই বেশি। তবে সনি ও এইচটিসির দু-একটি মডেলের
স্মার্টফোনের নকলও বাজারে দেখা যায়।

নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবেঃ

→ পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।

→ আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।

→ নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।

→নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।

→ ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।

→ আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে
জেনারেল টেস্ট মোড এবং *#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।

এভাবে সহজেই চিনে নিতে পারবেন ফোনটি আসল না নকল। টিউনের মুলত বিষয় হচ্ছে শিক্ষা দেওয়া এই টিউন বা ট্রিকবিডির উদ্দ্যেশ খারাপ নয়। আমাদের উদ্দ্যেশ্য মানুষকে সচেতন করে তোলা। কেউ ভুল বুঝে পরিবেশ খারাপ করবেন না। ধন্যবাদ ট্রিকবিডি ভিজিট করার জন্য।

অনলাইনে ইনকাম করতে চান তাহলে দেরি না করে দ্রুত এখানে আসুন, বেকার ঘরে বসে থাকার চেয়ে বিনা পরিশ্রমে পড়াশুনার পাশাপাশি আপনিও ইনকাম করুন দৈনিক ৩০০-৩৫০ টাকা।

6 thoughts on "যেভাবে আপনি কপি/ক্লোন/নকল স্যামস্যাং ফোনগুলো চিনবেন। How To Identify a Genuine/Original/Fake/Cloned Samsung Mobile Phone (In Bangla)"

  1. shakil-ahmed Contributor says:
    hala abuler baccha ei code gula ekn nokol phn e o kaj kore bujsos age try kor pore post koris nokol phn ekmatro camera diye buja jay r camera setting e gelei buja jay
  2. yeasin mia Contributor says:
    রানা ভাই কষ্টের একটু মুল্য দিন অনেক কস্টে রুট এর পোস্ট করছি।সব গুলা পোস্ট রুটের
  3. Jahedul Alam Contributor says:
    Very Nice But Screenshot দিলে ভাল হইত। 😀
  4. Hasibor Rahaman Contributor says:
    আমি আমার সামস্যং এ কাস্টম রম লাগাইছি একমাত্র ime চেক করা যায় এভাবে আর কোন কোড কাজ করেনা

Leave a Reply