# এন্ড্রয়েড # মোবাইলের # কোডসমূহ ।
অ্যান্ড্রয়েড ফোনের যুগে এখন কোনও
কিছুই অসম্ভব নয়। স্মার্টফোনের
দৌরাত্ম্যে গোটা দুনিয়ার তথ্য, ছবি,
যোগাযোগ করার হরেক পথ খুলে গিয়েছে।
# #
তবে প্রিয় স্মার্টফোনের বিষয়ে আমরা
ওপর ওপর কিছু তথ্য জেনেই খুশি থাকি।
# #
কিন্তু এমন কিছু গোপন কোড আছে, যার
দৌলতে অ্যান্ড্রয়েডের না-জানা তথ্য
আপনার হাতের মুঠোয় চলে আসবে।
# #
এখন অনেকেই ভাবছেন, এই গোপন কোড
জেনে আপনার কী হবে? ফোনের সমস্ত
কিছু অজানা কোড দিয়ে ফোনের
সেকশনগুলি তৈরি থাকে।
# #
এমনও তো হতে পারে, আপনি বেখেয়ালে কখন সবচেয়ে
দরকারী ছবি ডিলিট করে দিয়েছেন!
# #
তখন হা-হুতাশ ছাড়া আপনার কিছু করার
থাকবে না। যদি আপনি গোপন কোড
জানেন, তাহলে তো কেল্লা ফতে! আবার
যাঁরা স্মার্টফোনের ব্যাপারে কৌতুহলী,
তাঁদের কাছে এগুলি সত্যিই সোনার চাঁদ।
ফোনের বিস্তারিত তথ্য জানতে কিছু
কোড ব্যাবহার করা হয়। সেগুলি জানুন
এখানে,
*#06# – IMEI নম্বর
*2767*3855#- ফ্যাক্টরি রিসেট কোড
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি
সংক্রান্ত তথ্য
*#*#273282*255*663282*#*#*
– সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে
*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড
*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন
*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন
*#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড
*#12580*369 # – সফটওয়্যার
এবং হার্ডওয়্যার ইনফরমেশন
*#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন
*#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল
*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু
*#7465625#- ফোন লক স্ট্যাটাস
*#*#4636#*#* ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
*#*#3264#*#* – র্যাম ভার্সন টেস
# # # # #
ভাই পোস্টা অনেক কস্ট করে লিখছি ভুল হলে ক্ষমা করবেন_______
14 thoughts on "দেখে নিন কিভাবে নিজেই আপনার ফোনটির সার্ভিসিং করবেন with Android"