Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » Google Chrome দিয়ে যেকোনো ওয়েবপেজ ডাউনলোড করুন পিডিএফ ফরম্যাটে

Google Chrome দিয়ে যেকোনো ওয়েবপেজ ডাউনলোড করুন পিডিএফ ফরম্যাটে

Website Download

How to download any website in PDF format?

কিভাবে যেকোনো ওয়েবসাইট পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন ?

আসসালামু আলাইকুম । তো কেমন আছেন মুরব্বিরা ? আমি হলাম Shahriar Abid (আমি তেমন কিছু পারিনা ) । তো নিশ্চয় আপনি টাইটেল দেখেই বুঝে গেছেন আজ আমরা কি শিখতে চলেছি (না বুঝলে আপনি…….)[শূন্যস্থান নিজেই পূরণ করে নিয়েন] । তো সামনে আগানো যাক ।

ওয়েবপেজ কেনো ডাউনলোড করবেন : আপনি ওয়েবপেজ ডাউনলোড করতে পারেন আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে তাই । বা আপনি এখন বেস্ত এখন আর্টিকেল পড়ার সময় নেই তার জন্যও ডাউনলোড করতে পারেন । এবং ওয়েবপেজ প্রিন্ট করার জন্যও ডাউনলোড করতে পারেন ইত্যাদি , ইত্যাদি । এত উদাহরণ দেয়ার পরও যদি আপনি এখন কিছু ঘাড়-ত্যাড়া মানুষের মত প্রশ্ন করেন আমি কেনো ওয়েবপেজ ডাউনলোড করবো ? তাহলে আমি বলব আপনি কেনো ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড করেন ?

এখন আবার অনেকে বলতে পারেন ওয়েবসাইটকে কেনো আমি ওয়েবপেজ বললাম ? সেটার উত্তর হচ্ছে ওয়েবসাইট বলতে সম্পূর্ণ ওয়েবসাইটটিকে বোঝায় । আর ওয়েবপেজ বলতে ওয়েবসাইটের একটি পৃষ্ঠাকে বোঝায় । আশা করি বুঝতে পেরেছেন ।

তো , এখন শুরু করা যাক পিও

প্রথমে আমরা যেই ওয়েবপেজটি ডাউনলোড করতে চাচ্ছি সেই ওয়েবপেজটি ওপেন করবো ।

এবং তারপর উপরের ডানদিকে থাকা 3 Dot এ ক্লিক করবো ।

Click 3 Dot. Screenshot by Shahriar Abid

3 Dot এ ক্লিক করার পর Share এ ক্লিক করবো ।

Click Share. Screenshot by Shahriar Abid

তারপর Print এ ক্লিক করবো ।

Click Print. Screenshot by Shahriar Abid

এই অপশন থেকে আপনারা ওয়েবপেজ প্রিন্ট করতে পারবেন । আমরা যেহেতু গরীব Ultra Pro Max তাই আমাদের প্রিন্টার নেই । তাই এই অপশন আমাদের কোনো কাজে লাগবে না । সেজন্য আমরা All Printers লেখায় ক্লিক করবো (আমি Save as pdf ইউজ করায় ডিফল্ট হয়ে গেছে) তারপর Save as pdf লেখায় ক্লিক করবো ।

Click all printers. Screenshot by Shahriar Abid
Click save as pdf

ডান পাশে পিডিএফ ডাউনলোড করার জন্য একটি বাটন আছে । সেখানে ক্লিক করবো ।

Click pdf download button. Screenshot by Shahriar Abid

ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের Download Path সিলেক্ট করতে বলবে । আমরা সেটা করছি না (ডিফল্ট ভাবেই ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে) । তারপর Save এ ক্লিক করবো ।

Select Download path and then click save. Screenshot by Shahriar Abid

দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবপেজটি ডাউনলোড হয়ে গেছে ।

Successfully downloaded. Screenshot by Shahriar Abid

এরকম টিপস এন্ড ট্রিক্স কে লিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন ।


Join My Telegram Channel : Shahriar Abid
4 days ago (Sep 23, 2024)

About Author (11)

Shahriar Abid
author

যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান ? (সূরা যুমার - ০৯)

Trickbd Official Telegram

One response to “Google Chrome দিয়ে যেকোনো ওয়েবপেজ ডাউনলোড করুন পিডিএফ ফরম্যাটে”

  1. Tahmied Hossain Author says:

    বুঝিনা ট্রিকবিডি তে আজকাল কি হয়, ভালো পোস্ট ই নাই আজকাল।

Leave a Reply

Switch To Desktop Version